শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মদ খেয়ে এক বাইকে ৪ বন্ধু, দুর্ঘটনায় সবাই নিহত


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-২-২০২৫ রাত ৯:১৭

ভারতের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজা দেখে বাড়ি ফেরার পথে নদিয়ার তেহট্ট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল চার তরুণের। কানাইখালি রাজ্য সড়কের উপর দিয়ে একটি মোটরসাইকেলে চেপে রাড়ি ফিরছিলেন চার বন্ধু। এ সময় বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। 

দুর্ঘটনাটি ঘটে রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা নাগাদ। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। পরে চিকিৎসাধীন অবস্থায় বাকি দু’জনেরও মৃত্যু হয়। 

স্থানীয়রা জানান, চার বন্ধু মাতাল অবস্থায় ছিলেন। নিহতদের নাম সুমন মণ্ডল (১৯), তন্ময় বিশ্বাস (২০), দ্বীপ মণ্ডল (২২) এবং মণীশ বিশ্বাস (২০)। মণীশের বাড়ি তেহট্ট থানা এলাকারই ছিটকা গ্রামে। বাকি তিন জনের বাড়ি আস্তুল্লানগর গ্রামে।

এলাকাবাসী জানায়, চার বন্ধু বাইক নিয়ে করিমপুরে গিয়েছিলেন সরস্বতী পুজা দেখতে। সেখান থেকে ফেরার পথে রাজ্য সড়কের ধারে একটি মদের দোকানে দাঁড়ান তারা। সেখানে মদ্যপান করে ফের বাড়ির উদ্দেশে রওনা দেন। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে।

চার আরোহীকে নিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে বাইকটি।ছিটকে পড়ে যান চার বন্ধু। শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা দুর্ঘটনাস্থলে পৌঁছান। চার জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন তারা। 

প্রথমে নাজিরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় বাকি দু’জনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যু হয় বাকি দু’জনের।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাইকটি দ্রুত গতিতে চালানো হচ্ছিল। দুর্ঘটনার সময়ে কুয়াশার কারণে দৃশ্যমানতাও কম ছিল। মাতাল অবস্থায় থাকা এবং দৃশ্যমানতা কম থাকার কারণেই এই দুর্ঘটনাটি ঘটেছে। 

কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। তেহট্ট মহকুমা পুলিশ কর্মকর্তা শুভতোষ সরকার জানিয়েছেন, রোববার রাতে বাইক দুর্ঘটনায় দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকি দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে তারা মারা যান।

Parisreports / Parisreports

অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০