আত্মসমর্পণের পর জামিন পরীমনির
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।
এ সময়, সমন জারির ৯ মাস ধরে হাজির না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আদালত। পরে এক হাজার টাকার বণ্ডে মঞ্জুর হয় পরীমণির জামিন।
জামিন পাওয়ার পর তিনি বলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো। এ সময় পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানান তিনি।
ফেসবুকে স্ট্যাটাস দেয়ার পরেই এমনটা হলো কিনা এমন প্রশ্নের জবাবে পরীমনি বলেন, এ বিষয়ে আমি কিছু বলতে চাই না।
এর আগে, রোববার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। পরে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী জানান তিনি আজ আদালতে আত্মসমর্পণ করবেন। আদালতে হাজির হওয়ার পরই আদালত তার জামিন মঞ্জুর করলেন।
উল্লেখ্য, গত বছরের ১৮ মার্চ নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও ঢাকা জেলার পিবিআই। একই বছরের, ১৮ এপ্রিল আদালত পিবিআই’র দেয়া তদন্ত প্রতিবেদন গ্রহণ করে পরীমনিকে হাজির হতে সমন জারি করেন।
পরে গত ২৬ জুন আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। এর আগে ২০২২ সালের ৬ জুলাই, আদালতে মামলাটি করেন ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ।
Parisreports / Parisreports
কে কি লিখছে, তাতে যায় আসে না : ভাবনা
লজ্জায় স্কুলে যাচ্ছে না ইমরান হাশমির ছেলে
আজান শুনেই গান থামিয়ে দিলেন সনু নিগম
শাহরুখকে ‘একঘেয়ে অভিনেতা’ বললেন নাসিরুদ্দিন
এবার রজনীকান্তের বিপরীতে বিদ্যা বালান
সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের নির্দেশ
মা হলেন পরিণীতি চোপড়া
বিতর্কের জেরে ফের চর্চায় আহনা, পেলেন প্রাণনাশের হুমকি
ভয়ঙ্কর নেশায় ডুবেছিলেন ববি দেওল
তার পাপ হবে, আমার কিছুই হবে না : জয়া আহসান
আমি অন্তঃসত্ত্বা নই, আগের চেয়ে মোটা হয়েছি
‘সময় পেলেই কোরআন পড়ছেন ইলিয়াস কাঞ্চন’