বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নতুন রহস্যজনক রোগ ‘ডিঙ্গা ডিঙ্গা’


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২৪ রাত ১১:৩৮

উগান্ডার বান্দিবুগ্যোয় সম্প্রতি নতুন এবং রহস্যজনক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষত নারীদের এবং শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এরইমধ্যে তা ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামে পরিচিতি পেয়েছে। এই রোগটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

‘ডিঙ্গা ডিঙ্গা’ নামটি স্থানীয় ভাষা থেকে এসেছে, যার মানে ‘নাচের মতো ঝাঁকুনি’। এই রোগে আক্রান্তরা তীব্র শারীরিক কম্পন, জ্বর এবং দুর্বলতার শিকার হন। দুর্বলতা এমন থাকে যে অনেক ক্ষেত্রে হাঁটা তো দূরের কথা, স্বাভাবিক চলাফেরা করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বর্তমানে রোগটির কারণ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ভূত রোগটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এই রোগটি কী কারণে হচ্ছে তা পরিষ্কার না হলেও শরীরের অবশ এবং অনিয়ন্ত্রিত ঝাঁকুনির মতো লক্ষণগুলো দেখা যাচ্ছে, যা অনেকটাই ‘নাচের রোগ’-এর সঙ্গে তুলনীয় যা ১৫১৮ সালে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে দেখা দিয়েছিল।

লক্ষণ
ডিঙ্গা ডিঙ্গা রোগের লক্ষণগুলো বেশ অস্বাভাবিক এবং উদ্বেগজনক। এতে আক্রান্তরা তীব্র শারীরিক কম্পন অনুভব করেন, যা নাচের মতো দেখায়। এ ছাড়া জ্বর এবং দুর্বলতার অনুভূতি সৃষ্টি হয় এবং অনেকেই কোমল পক্ষাঘাতের মতো অবস্থা অনুভব করেন, যার ফলে চলাফেরা করতে খুবই কষ্টকর হয়ে পড়ে। এখন পর্যন্ত বান্দিবুগ্যোতে প্রায় ৩০০টি আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে, তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অধিকাংশ রোগী সঠিক চিকিৎসা পেলে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

সংক্রমণের উৎস
ডিঙ্গা ডিঙ্গা রোগের কারণ সম্পর্কে ধারণা করা হচ্ছে যে এটি একটি ভাইরাল সংক্রমণ হতে পারে, তবে এর উৎপত্তি সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছেন এবং রোগী থেকে সংগ্রহ করা নমুনাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Parisreports / Parisreports

অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০