ইরানের হুমকিতে বাগদাদ ছেড়ে পালাচ্ছে মার্কিন সেনারা!
ইরানের হুমকিতে অস্থিরতা মাথায় রেখে বাগদাদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে সব অপ্রয়োজনীয় কর্মীকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বুধবার যুক্তরাষ্ট্রের দুইজন কর্মকর্তা এই তথ্য জানান। বৃহস্পতিবার (১২ জুন) এক প্রতিবেদনে খবর দিয়েছে আরব নিউজ।
ইরানের হামলার ভয়ে বাগদাদ দূতাবাস ইতোমধ্যে সীমিত জনবল নিয়ে কাজ করছে। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর বাহরাইন ও কুয়েত থেকেও অপ্রয়োজনীয় কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের স্বেচ্ছায় চলে যাওয়ার অনুমতি দিয়েছে।
আরেকজন মার্কিন কর্মকর্তা জানান, দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রের কর্মীদের সরিয়ে নিতে হলে প্রতিক্রিয়ামূলক সহায়তা প্রদানে প্রতিরক্ষা দপ্তর প্রস্তুত রয়েছে। এই পরিকল্পনাগুলো এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি, তাই কর্মকর্তারা নাম প্রকাশ না করার শর্তে এসব তথ্য দিয়েছেন।
একই দিন, যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য কার্যক্রম দপ্তর (ইউকেএমটিও) এক পরামর্শবার্তায় জানায়, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে, যা সামরিক তৎপরতার দিকে গড়াতে পারে এবং এর সরাসরি প্রভাব পড়তে পারে নৌযান চলাচলের ওপর।
ইউকেএমটিও জানায়, পারস্য উপসাগর, ওমান উপসাগর ও হরমুজ প্রণালী অতিক্রম করার সময় জাহাজগুলোকে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। তবে এই উত্তেজনা বৃদ্ধির নির্দিষ্ট কারণ তারা উল্লেখ করেনি।
বুধবার পৃথকভাবে এক বিবৃতিতে ব্রিটেনভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা অ্যামব্রে জানায়, ইসরায়েল-সংশ্লিষ্ট বাণিজ্যিক জাহাজগুলো পারস্পরিক সামরিক প্রতিক্রিয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তারা আরও জানায়, ইসরায়েলের আক্রমণাত্মক অভিযানে যুক্তরাষ্ট্রের ব্যাপক সহায়তা থাকলে যুক্তরাষ্ট্রের জাহাজ এবং যুক্তরাষ্ট্রীয় পণ্য পরিবহনকারী জাহাজগুলোর জন্য ঝুঁকি অনেক বেশি বেড়ে যেতে পারে।
Parisreports / Parisreports
অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি
পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার