স্পেন ও পর্তুগালে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাট, জনজীবন বিপর্যস্ত
স্পেন ও পর্তুগালজুড়ে আজ মঙ্গলবার একযোগে ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে, যার ফলে লাখ লাখ মানুষ চরম দুর্ভোগের সম্মুখীন হয়েছেন। স্থানীয় সময় দুপুর ১টার দিকে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিভ্রাটের কারণে বিভিন্ন শহরে গণপরিবহন বন্ধ হয়ে পড়ে, হাসপাতালগুলিতে জরুরি জেনারেটর চালু করতে বাধ্য হয় এবং ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্কেও বিপর্যয় দেখা দেয়।
বিদ্যুৎবিভ্রাটের কারণে স্পেন ও পর্তুগালের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দিয়েছে। ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে যাওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পরিবহন নেটওয়ার্কগুলো বন্ধ হয়ে গেছে, বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে হাসপাতালগুলো। মেট্রোরেল ও লিফটের ভেতরে অনেক মানুষ আটকা পড়েছেন।

প্রাথমিক তথ্যে জানা গেছে, একটি মূল গ্রিড লাইনে বড় ধরনের কারিগরি ত্রুটি অথবা কোনো ধরনের সাইবার আক্রমণের কারণে এই বিভ্রাটের সৃষ্টি হতে পারে। তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি। দুই দেশের জাতীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জরুরি ভিত্তিতে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে এবং একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে।
স্পেনের রাজধানী মাদ্রিদে ট্রেন ও মেট্রো চলাচল স্থগিত হয়ে পড়ে। বহু এলাকা অন্ধকারে ঢেকে যায়। পর্তুগালের লিসবনেও একই ধরনের দৃশ্য দেখা গেছে, যেখানে বহু দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠান হঠাৎ করেই বন্ধ হয়ে যায়। সাধারণ জনগণ পানির অভাব এবং নেটওয়ার্ক বিচ্ছিন্নতার কারণে তীব্র ভোগান্তির সম্মুখীন হন।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, কয়েকটি বড় শহরে ধাপে ধাপে বিদ্যুৎ সরবরাহ ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে। তবে পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে বলে সতর্ক করে দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদি এটি সাইবার হামলা হয়, তাহলে এটি ইউরোপের জন্য একটি বড় ধরনের সতর্ক সংকেত হতে পারে। গত কয়েক বছরে বিদ্যুৎ গ্রিডের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়ে চলেছে।

এদিকে, স্পেন ও পর্তুগালের প্রধানমন্ত্রী পৃথক বিবৃতিতে জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, “সরকার সব রকম প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে যাতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা যায়।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান রেড ইলেকট্রিকার নিয়ন্ত্রণকেন্দ্র পরিদর্শন করেছেন।
স্পেন সরকার জানিয়েছে, ‘সরকার এ ঘটনার উৎস ও প্রভাব নির্ধারণে কাজ করছে। যত দ্রুত সম্ভব এটি সমাধানের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে।’ অন্যদিকে পর্তুগিজ বিদ্যুৎ প্রতিষ্ঠান আরএইএন জানিয়েছে, তারা পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধারের পরিকল্পনা চালু করেছে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত কিছু এলাকায় আংশিক বিদ্যুৎ ফিরলেও, বহু এলাকা এখনও অন্ধকারে রয়েছে।
সূত্র: এএফপি, রয়টার্স, ফ্রান্স২৪
Parisreports / Parisreports
অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি
পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার