শেষ হলো ৪৮তম প্যারিস ম্যারাথন: বিশ্ব ক্রীড়াঙ্গনে মানবতার মিলনমেলা
১৪০ দেশের অংশগ্রহণে দৌড়ের ছন্দে জেগে উঠল প্যারিস
বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম মর্যাদাসম্পন্ন ও ঐতিহ্যবাহী দৌড় প্রতিযোগিতা “প্যারিস ম্যারাথন ২০২৫” অনুষ্ঠিত হলো গতকাল, রোববার। ১৯৭৬ সালে যাত্রা শুরু করা এই মহাযজ্ঞ এবার ৪৮তম আসরে উপনীত হলো। বিশ্বজুড়ে ক্রীড়াপ্রেমীদের নজর কেড়ে নেওয়া এই প্রতিযোগিতায় এবার অংশ নেন ১৪০টি দেশের ৫৫ হাজারেরও বেশি পেশাদার ও অপেশাদার দৌড়বিদ।
প্যারিসের আইকনিক চত্বরে—শ্যাম্প এলিজে থেকে শুরু হওয়া ম্যারাথন ছুটে চলে লুভর মিউজিয়াম, আইফেল টাওয়ার, নটর ডেম ক্যাথিড্রাল, বাসতিল, সেন নদীর পাড়, বোয়া দ্য ভিনসেন হয়ে শেষ হয় অ্যাভিনিউ ফোশে। শহরের হৃদপিণ্ড দিয়ে বয়ে যাওয়া এই ৪২.১৯৫ কিলোমিটারের ম্যারাথন যেন একসাথে ফুটিয়ে তোলে দৃষ্টিনন্দন শহর আর মানবিকতা ও সহনশীলতার প্রতীক ক্রীড়ার সমন্বিত সৌন্দর্য।
সকাল ৮টায় প্যারিসের মেয়র অ্যান হিডালগোর পিস্তলের গুলিতে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুকূল আবহাওয়ায় প্রতিযোগীদের পারফরম্যান্স ছিল নজরকাড়া।
পুরুষদের বিভাগে এবারের চ্যাম্পিয়ন হন কেনিয়ার বেনার্ড বিওয়ট। তিনি ২ ঘণ্টা ৫ মিনিট ২৫ সেকেন্ডে শেষ লাইন অতিক্রম করে নিজের ব্যক্তিগত সেরা সময় স্পর্শ করেন। দ্বিতীয় স্থান অধিকার করেন ইব্রাহিম হাসান (জিবুতি) এবং তৃতীয় হন সিলা কিপটু (কেনিয়া)।
নারীদের বিভাগে জয় পান ইথিওপিয়ার বেদাতু হিরপা, যিনি ২ ঘণ্টা ২০ মিনিট ৪৫ সেকেন্ডে দৌড় শেষ করেন। খুব কাছাকাছি ব্যবধানে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ডেরা ডিডা (ইথিওপিয়া) ও অ্যাঞ্জেলা তানুই (কেনিয়া)।
নিরাপত্তা ও ব্যবস্থাপনায় নিখুঁত পরিকল্পনা
ম্যারাথনকে ঘিরে পুরো প্যারিস ছিল উৎসবমুখর। প্রতিযোগীদের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন করা হয় ৫০০০ পুলিশ সদস্য। পাশাপাশি প্রাথমিক চিকিৎসা, পানীয় জল সরবরাহ ও দিকনির্দেশনার জন্য ৩,০০০ স্বেচ্ছাসেবক কাজ করেন দিনভর। প্রতিযোগীদের অভিজ্ঞতা আরও স্মরণীয় করতে শহরের দর্শনীয় স্থানগুলোর আশপাশে দর্শকদের জন্যও রাখা হয় বিশেষ স্টল ও বিনোদনের ব্যবস্থা।
দৌড়ে কেবল গতি নয়, ছিল আবেগের ছোঁয়া
অনেক প্রতিযোগীর কাছেই এই ম্যারাথন ছিল এক স্বপ্নপূরণ। আফ্রিকার এক অংশগ্রহণকারী বলেন, “প্যারিসের রাস্তায় দৌড়ানো আমার জীবনের অন্যতম আবেগঘন মুহূর্ত। এই শহরের প্রতিটি মোড়ে কেবল ইতিহাস নয়, প্রতিটি নিঃশ্বাসে অনুভব করেছি জীবনের সৌন্দর্য।”
আয়োজনে নিখুঁত সমন্বয়
প্রতিযোগিতার প্রধান আয়োজক সংস্থা ‘Schneider Electric’ জানিয়েছে, এবারের আয়োজন ছিল তাদের ইতিহাসের অন্যতম সফল। নিরাপত্তা, সময়ানুবর্তিতা, সেবাদান ও অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা—সব কিছুতে সর্বোচ্চ মান নিশ্চিত করার চেষ্টায় তারা সফল হয়েছে বলেও জানান সংশ্লিষ্টরা।
ক্রীড়াই পারে বিশ্বকে এক করতে
প্যারিস ম্যারাথন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং তা পরিণত হয়েছে একটি আন্তর্জাতিক সংহতির প্ল্যাটফর্মে। জাতি, ধর্ম, ভাষা আর সংস্কৃতির সীমারেখা পেরিয়ে এই ম্যারাথনে মিলেছে ক্রীড়ার সেতুবন্ধনে মানবতার উষ্ণতা।
৪৮তম প্যারিস ম্যারাথন স্মরণীয় হয়ে থাকলো কেবল সময়ের হিসেব কিংবা পদকজয়ের গল্পে নয়—মানুষের চেতনায়, হৃদয়ে ও ইতিহাসে।
Parisreports / Parisreports
অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি
পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল
আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত
গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল
দুই মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল
যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর
লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০
গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর
জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে
৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক
যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা
ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার