শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

সরকারি দায়িত্ব ছাড়ছেন ইলন মাস্ক


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩-৪-২০২৫ রাত ১১:৪৪

মার্কিন সরকারের ব্যয় কমানো সংক্রান্ত বিভাগ ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফেসেন্সির (ডিওজিই) দায়িত্ব ছাড়ছেন ধনকুবের ইলন মাস্ক। ডোনাল্ড ট্রাম্প গত বছর প্রেসিডেন্ট হওয়ার পর এ পদে আসীন হন মাস্ক। তিনি বিশেষ সরকারি কর্মকর্তা হিসেবে বিবেচিত হচ্ছিলেন।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প তার মন্ত্রিসভার সদস্যদের গতকাল বুধবার (২ এপ্রিল) ইলন মাস্কের দায়িত্ব ছাড়ার ব্যাপারে অবহিত করেছেন। মাস্কের এ সরকারি নিয়োগটি ছিল চার মাসের। তবে তিনি কী চার মাস পূর্ণ হওয়ার আগেই সরে যাবেন নাকি মেয়াদ শেষ করে যাবেন সেটি নিশ্চিত নয়। যা মে মাসের শেষ দিকে শেষ হবে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স ফক্স নিউজকে জানিয়েছেন, ইলন মাস্ক দায়িত্ব ছাড়লেও তিনি ট্রাম্প এবং তার ‘বন্ধু’ ও ‘পরামর্শক’ হিসেবে থাকবেন। এছাড়া ডিওজিই-র কাজও এখনো শেষ হয়নি বলে জানিয়েছেন ভান্স।

তিনি বলেন, “ডিওজিই-র অনেক কাজ বাকি আছে। ইলন মাস্ক সংস্থাটি ছেড়ে গেলেও এটির কাজ চলতে থাকবে। মৌলিকভাবে, ইলন আমার এবং প্রেসিডেন্টের একজন বন্ধু ও পরামর্শক হিসেবে থাকবেন।”

এদিকে খরচ কমানোর অজুহাতে ক্ষমতা নিয়েই ট্রাম্প অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে ছাঁটাই করেছেন। যার বিরুদ্ধে আদালতের দারস্থ হয়েছেন তারা। এ নিয়ে বর্তমানে আইনি লড়াই চলছে। এছাড়া খরচ কমাতে দাতব্য সংস্থা ইউএসএইডের কার্যক্রমও বন্ধ করার ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।

 

Parisreports / Parisreports

অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০