বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫" অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে


ফ্রান্স প্রতিনিধি photo ফ্রান্স প্রতিনিধি
প্রকাশিত: ২২-৩-২০২৫ বিকাল ৬:৩২

বিশ্বের নগর উন্নয়ন ও জনস্বাস্থ্য বিষয়ে অন্যতম বৃহৎ সম্মেলন "পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিট ২০২৫" অনুষ্ঠিত হচ্ছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। 

ব্লুমবার্গ ফিলানথ্রপিজ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ভাইটাল স্ট্র্যাটেজিজ এবং প্যারিস নগর কর্তৃপক্ষের যৌথ আয়োজনে এই সম্মেলনে পার্টনারশিপ ফর হেলদি সিটিজ নেটওয়ার্কের ৬১টি শহরের মেয়র ও প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ এবারের সামিটে যোগ দিয়েছেন। সামিটের দ্বিতীয় দিনে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, "পার্টনারশিপ ফর হেলদি সিটিজ ইতিমধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে বায়ু দূষণ পরিমাপের যন্ত্রসহ বিভিন্নভাবে সহায়তা করছে। এবারের সামিটে সময় ও জনস্বাস্থ্য বিষয়ে বিশদ আলোচনা হয়েছে। আমার জন্য এই অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।"

ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, "আমি স্লোগান নির্ভর হেলদি সিটি বা গ্রীন সিটি এসব না বলে ঢাকাকে ন্যায্যতার শহর বানাতে বলছি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যায্যতা নিশ্চিত করতে না পারলে জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হবে।"

তিনি আরও যোগ করেন, "গুলশান-বনানীতে অনেক উন্নয়ন হয়েছে। এবার পিছিয়ে পড়া অংশে নজর দিতে হবে।" প্যারিসসহ উন্নত বিশ্বের দেশগুলোতে নগর বা সিটি পুলিশ ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, "আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সমস্যার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়াসহ সিটি কর্পোরেশনের আলাদা পুলিশ ইউনিট থাকা উচিত।"

এছাড়া ছাত্রদের জন্য নগর ছাত্রাবাস, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য বিশ্রাম নেয়ার স্থান এবং শহরজুড়ে পাবলিক টয়লেট বা শৌচাগার স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্তা
এবারের বার্ষিক পার্টনারশিপ ফর হেলদি সিটিজ সামিটে খাদ্যনীতির জন্য আর্জেন্টিনার কর্ডোবা, বায়ু দূষণ নজরদারির জন্য ব্রাজিলের ফোর্টালেজা, ধোঁয়ামুক্ত স্থানের জন্য যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। 

সামিটে বিশ্ব স্বাস্থ্য সংস্থারমহাপরিচালক ড. টেড্রোস আধানম গেব্রেয়েসুস বলেন, "শহরগুলো অসংক্রামক রোগ এবং আঘাতের বিরুদ্ধে লড়াইয়ের প্রথম সারিতে রয়েছে। কর্ডোবা, ফোর্টালেজা এবং গ্রেটার ম্যানচেস্টারে যে অগ্রগতি হয়েছে, তা শুধু সাময়িক স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি করছে না, বরং অন্যদের অনুসরণের জন্য একটি মডেলও তৈরি করছে।"

তিনি আরও বলেন, "বিশ্ব স্বাস্থ্য সংস্থা শহরগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ, যাতে সকলের জন্য আরও স্বাস্থ্যকর, নিরাপদ এবং সহনশীল সমাজ গড়ে তোলা যায়।"

২০১৭ সালে চালু হওয়া "পার্টনারশিপ ফর হেলদি সিটিজ" একটি বৈশ্বিক নেটওয়ার্ক। বর্তমানে এতে ৭৪টি শহর যুক্ত রয়েছে, যেখানে অসংক্রামক রোগ এবং আঘাত প্রতিরোধে কাজ করা হচ্ছে।

Parisreports / Parisreports

অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০