শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি এজেন্ট গ্রেফতার


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৫ রাত ৯:২৬

চার অবৈধ বাংলাদেশি এজেন্টকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার (১৪ মার্চ) এক বিবৃতিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টের (জেআইএম) মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধ ও বৃহস্পতিবার কুয়ালালামপুরের চারটিসহ সেলাঙ্গরের বন্দর বুকিত রাজার তিনটি স্থানে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানকালে ২২ থেকে ৩৮ বছর বয়সী ৪ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে।

মহাপরিচালক বলেন, অবৈধ এজেন্টরা বাংলাদেশ, মিয়ানমার, ইন্দোনেশিয়া এবং নেপালের ক্লায়েন্টদের লক্ষ্যবস্তু করত যারা মেয়াদের বেশি সময় ধরে অবস্থান করেছিল অথবা যাদের অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাস (পিএলকেএস) মেয়াদোত্তীর্ণ হয়ে গিয়েছিল। বিশেষ পাসটি এই অবৈধ এজেন্টদের দ্বারা পরিচালিত হতো, যাতে প্রদত্ত পরিষেবাগুলি ব্যবহার করে এমন বিদেশিরা এই দেশে বসবাস ও থাকার সুযোগ পায়।

প্রতিটি পরিষেবার জন্য গ্রাহকদের কাছ থেকে দুই থেকে আড়াই হাজার রিঙ্গিত ফি নেয়া হত। গ্রেফতারকৃতরা এক বছর ধরে এ কার্যকলাপ চালিয়ে আসছিল। এছাড়া, এই অবৈধ এজেন্টরা ই-পাস অবৈধভাবে পরিবর্তন করার জন্য পরিষেবাও প্রদান করে বলেও জানানো হয় বিবৃতিতে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজনের নির্মাণ খাতে পিএলকেএস ছিল এবং অন্য দুজন ওভারটাইম করছিল।

ইতোমধ্যে, অভিযানকারী দল গ্রেফতারকৃতদের ব্যবহৃত স্থান থেকে বিভিন্ন দেশের ১৩৪ কপি পাসপোর্ট জব্দ করেছে। এতে বাংলাদেশ, নেপাল মায়ানমার, ইন্দোনেশিয়া এবং ভারতের পাসপোর্ট রয়েছে। যার মধ্যে সর্বোচ্চ বাংলাদেশের ১১৭ টি পাসপোর্ট রয়েছে।

Parisreports / Parisreports

অদূর ভবিষ্যতে যে চ্যালেঞ্জের মুখে পড়বেন মামদানি

পাঁচ বন্দিকে মুক্তি দিলেও হামলা থামায়নি ইসরায়েল

আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত

গাজা থেকে ফেরত পাওয়া তিন মরদেহ জিম্মিদের নয়: ইসরায়েল

দুই ‍মৃত জিম্মির বদলে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিলো ইসরায়েল

যুক্তরাষ্ট্র-ভারত ১০ বছরের প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর

লিবিয়ার উপকূলে নৌকাডুবি, বাংলাদেশিসহ উদ্ধার ৯০

গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর

জ্যামাইকায় মেলিসা ধেয়ে আসছে ২৮২ কিমি বেগে

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যজুড়ে চলছে ইসরায়েলের হামলা

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে নিহত ৩০