এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!

বাম-আওয়ামী ঘরানার আদর্শে অনুপ্রাণিত এহসান মাহমুদ নামের একজনকে নিয়ে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে বিএনপিতে। দলের ভেতরে-বাইরে এই ইস্যুতে তোলপাড় শুরু হয়েছে। সম্প্রতি চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দলটির আয়োজিত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে তাকে দলটির নেতারা নামিয়ে নিতে বাধ্য হন, যখন উপস্থিত সারি থেকে এহসানকে কেন্দ্র করে ‘ফ্যাসিস্ট’, ‘ফ্যাসিস্ট’ শব্দ উচ্চারিত হয়। ওই অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এহসান মাহমুদের সঙ্গে বিএনপির সংযোগ ঘটে ২০২৩ কিংবা ২২ সালের দিকে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিরোধী একটি বলয়ের হাত ধরে তার দলটিতে অনুপ্রবেশ ঘটে। তারেক রহমানকে নিয়ে আর্টিকেল লেখায় একটি পত্রিকা থেকে তিনি চাকরি হারিয়েছেন, এটি ছিল বিএনপির সঙ্গে এহসান মাহমুদের মেলবন্ধনের একটি উপলক্ষ। বিএনপির সঙ্গে সম্পর্ক তৈরি হওয়ার পর তার অতীত ভূমিকা পেছনে পরে যায়। রাতারাতি কয়েকটি কমিটিতেও তার জায়গাও হয়। যা নিয়ে দলের ভেতর থেকে আপত্তিও তোলা হয়েছিল।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এহসান মাহমুদের বেশ কিছু ছবি এবং ফেসবুক পোস্ট ভাইরাল হয়। এতে দেখা যায়, এহসান মাহমুদের সাথে আওয়ামী-বাম ঘরানার লোকজনের সাথে তার ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। অন্তত এটি পরিষ্কার হয়ে যায় যে, বিএনপি বিরোধী আদর্শের প্লাটফর্ম থেকে এসেছেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি আয়োজনের যোগাযোগ উপ-কমিটির আহ্বায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিনের সঙ্গে সদস্যসচিব হিসেবে ছিলেন এহসান মাহমুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নিয়ে জানতে চাইলে মাহদী আমিন সাংবাদিকদের বলেছেন, ‘বিষয়টি খুবই বিব্রতকর।’
Parisreports / Parisreports

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!

দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর পদে ১০ বছর সময়ে শর্তসাপেক্ষে একমত বিএনপি

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

জুলাইয়ের আহতদের দেখতে হাসপাতালে ইশরাক হোসেন

ফিরোজায় কাটবে খালেদা জিয়ার ঈদ

চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

নিবন্ধন ফিরে পেলো জামায়াত

মঞ্চেই তর্কে জড়ালেন বিএনপির দুই নেতা
