‘যারা আ.লীগকে পুনর্বাসন করতে চাইবে তাদেরকেই শত্রুজ্ঞান করব’

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১০টা ফিরাউনকে একত্রিত করলেও শেখ হাসিনার মতো এতো দুর্ধর্ষ, এতো জুলুমকারী হতে পারবে না। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনোভাবে পুনর্বাসন করতে চাইবে, যারা ভালো আওয়ামী লীগ এবং খারাপ আওয়ামী লীগের বয়ান মার্কেটে আনতে চাইছেন- আমাদের শত্রুজ্ঞান তাকেই করব, যারা আওয়ামী লীগকে বন্ধুজ্ঞান করবে।
সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের সদস্য ও আহতদের সম্মানে জাতীয় নাগরিক পার্টির কসবা উপজেলা শাখা এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে।
হাসনাত আব্দুল্লাহ বলেন, কোনো ইনস্টিটিউটের প্রতি আমাদের নেগেটিভ দৃষ্টিভঙ্গি নেই, বাংলাদেশ সেনাবাহিনী ৫ আগস্ট ছাত্র-নাগরিকের সঙ্গে আওয়ামী বিরোধী অবস্থান নিয়েছিল। তবে একই সঙ্গে আমরা এটিও বলতে চাই আপনারা (সেনাবাহিনী) জনগণের বিরুদ্ধে কখনোই অবস্থান নেবেন না।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, আপনারা সংস্কার-সংস্কার বলছেন। কতদিনের মধ্যে আপনারা দৃশ্যমান সংস্কার করবেন, সেটির রোডম্যাপ স্পষ্ট করতে হবে। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত না করা হলে আমরা ধরে নেব আওয়ামী লীগের দোসররা এখনও পর্যন্ত সক্রিয় রয়েছে। প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাব বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক আশরাফুল ইসলাম সুমন ও জিনান মাহমুদ প্রমুখ।
Parisreports / Parisreports

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!

দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর পদে ১০ বছর সময়ে শর্তসাপেক্ষে একমত বিএনপি

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

জুলাইয়ের আহতদের দেখতে হাসপাতালে ইশরাক হোসেন

ফিরোজায় কাটবে খালেদা জিয়ার ঈদ

চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
