গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন
চারদিকে সবুজ ছায়াঘেরা পরিবেশ। ফসলি জমিতে ধানগাছের প্রাকৃতিক মনোলোভার মাঝেই গড়ে উঠেছে হালিমা টেলিকম নামের একটি মোবাইল ফোন তৈরি কারখানা। এই কারখানায় অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে মোবাইল তৈরি করছেন নারীরা।
হালিমা টেলিকম নামের প্রতিষ্ঠানটি কুমিল্লার আদর্শ সদর উপজেলার পিয়ারাতলী এলাকায় অবস্থিত। এখানে কর্মরত দুই শতাধিক নারী শ্রমিক। যাদের সিংহভাগই এসএসসির গণ্ডিও পেরোতে পারেননি।
কুমিল্লা শহর থেকে ১০-১২ কিলোমিটার উত্তরে গোমতী নদীর ওপর দিয়ে ফকির বাজার, মাঝিগাছা পেরিয়ে গেলেই পিয়ারাতলী গ্রাম। আশপাশের এলাকার সম্ভবনাময় নারীদের জন্য হালিমা হাইটেক পার্কের মাধ্যমে গড়ে উঠেছে মোবাইল ফোন তৈরির এই কারখানা। যেখানে নারীদের হাত দিয়ে প্রতিদিন শতশত মোবাইল ফোন তৈরি হচ্ছে।

একটি মোবাইলের প্রায় ৩০টি যন্ত্রণাংশ। যার নামও অনেকের অজানা। গ্রামের নারীরা এই যন্ত্রাংশগুলোকে সমন্বয় করে পূর্ণাঙ্গ রূপ দিচ্ছেন মোবাইল ফোনে। এসব নারীদের অনেকেই যারা আগে ঘর ঘোচানোর কাজে ব্যস্ত থাকতেন, তাদের হাত দিয়ে তৈরি হচ্ছে মোবাইল ফোন। যা দেশের প্রত্যন্ত অঞ্চলের জন্য এক সম্ভাবনাময় বাজার সৃষ্টি করেছে।
কুমিল্লার উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর ২০২২ সালে পিয়ারাতলী এলাকায় নিজস্ব অর্থায়নে হালিমা টেলিকম নামে একটি কারখানা প্রতিষ্ঠিত করেন। ২০২১ সালে করোনা-পরবর্তী সময়ে মোবাইল ফোন উৎপাদনে যায় প্রতিষ্ঠানটি।

উদ্যোক্তা আবুল কালাম হাসান টগর কুমিল্লার মোগলটুলি এলাকার বাসিন্দা। একসময় তিনি হোটেলবয়ের কাজ করেন। দীর্ঘ সংগ্রামের পর এখন তিনি পাঁচ-ছয়টি শিল্পপ্রতিষ্ঠান গড়েছেন। যাতে শতশত মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।
Parisreports / Parisreports
পুনরায় চালু হচ্ছে বেসিস-সিসিপ প্রোগ্রাম
দেশে প্রথমবারের মতো এফআরপি টাওয়ার স্থাপন করলো ইডটকো
গ্রামের নারীদের হাতে তৈরি হচ্ছে মোবাইল ফোন
আইফোন ১৭-তে কী আছে?
ইকোসিস্টেম মার্কেটপ্লেস অ্যাপ নিয়ে এলো কার্নিভাল ইন্টারনেট
বাংলাদেশে সেলসফোর্স-এর “মিউলসফট কানেক্ট: এআই”
দেশে যাত্রা শুরু করল ভিভোর ফ্ল্যাগশিপ ওয়াই৪০০
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে স্টারলিংকের যাত্রা শুরু
ওয়ানপ্লাস বাংলাদেশে আনল নতুন নর্ড ৫ সিরিজের স্মার্টফোন
পাকিস্তানে ২৫ বছর পর অফিস বন্ধ করল মাইক্রোসফট
শেষ হলো প্যারিস ভিভাটেক মহোৎসব
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচের টাইটেল স্পন্সর টেকনো