মারা গেছেন সুজুকির কর্ণধার ওসামু সুজুকি

বিশ্ববিখ্যাত গাড়ি ও মোটরসাইকেল (অটোমোবাইল) প্রস্তুতকারী জাপানি প্রতিষ্ঠান সুজুকি মোটরসের চেয়ারম্যান ওসামু সুজুকি ৯৪ বছর বয়সে মারা গেছেন। রাজধানী টোকিওর একটি হাসপাতালে গত ২৫ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশাস ত্যাগ করেন তিনি। খবর জাপান টাইমসের।
ওসামু রক্তের একপ্রকার ক্যানসারে (লিম্ফোমা) আক্রান্ত হয়ে পরলোক গমন করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছে সুজুকি মোটরস।
ওসামু সুজুকি তার সময়ের সবচেয়ে বুদ্ধিমান ও বিচক্ষণ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তা হিসেবে পরিচিত। মূলত তার সুদূরপ্রসারী বাণিজ্যিক পরিকল্পনার সুবাদেই সর্বপ্রথম মধ্যবিত্তের নাগালে আসে মোটরগাড়ি। বিশেষ করে ভারত ও বাংলাদেশের সীমিত বাজেটের লোকজনদের প্রথম গাড়ি বলা হয় যেটিকে, সেই মারুতি-সুজুকি’র বাজারে আসা অসম্ভব হয়ে পড়তো যদি তিনি এর পেছনে না থাকতেন।
তিনি ছিলেন সেইসব শিল্পপতিদের দলে, যারা সস্তার মধ্যে সেরা পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে চাইতেন। এখন পর্যন্ত সুজুকির প্রধান গ্রাহক মূলত মধ্যবিত্ত লোকজন।
তিনি যখন কোম্পানির শীর্ষ নির্বাহীর পদে আসেন, সে সময় লোকসান ও ব্যাংক ঋণের চাপে প্রায় ডুবতে বসেছিল সুজুকি মোটরস। দায়িত্ব গ্রহণের পর ধীরে ধীরে কোম্পানিকে সেই অবস্থা থেকে টেনে তোলেন তিনি।
আজ সুজুকি মোটরসের যে অবস্থা, তার শুরু ৭০ এবং আশির দশকে। ১৯৭১ সালে ভারতের গাড়ি প্রস্তুতকারী কোম্পানি মারুতির সঙ্গে অংশীদার হিসেবে চুক্তিবদ্ধ হয় সুজুকি মোটরস এবং সেই চুক্তির ফসল মারুতি-সুজুকি গাড়ি, যা ইতোমধ্যে ভারতীয় মধ্যবিত্তের প্রথম গাড়ি হিসেবে স্বীকৃতি পেয়েছে।
পরে ১৯৭৯ সালে ‘অল্টো মিনিভেহিকেল’ নামের একটি গাড়ি বাজারে ছাড়ে সুজুকি মোটরস, যা সে সময় মধ্যবিত্ত ক্রেতা-গ্রাহকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়।
ব্যক্তিগত জীবনে মিতব্যয়িতার জন্য সুপরিচিত ছিলেন ওসামু সুজুকি। এসির খরচ বাঁচাতে তিনি তার অফিস ও কারখানার ছাদ বিশেষভাবে তৈরি করেছিলেন, বিমান ভ্রমণের বেলায় সবসময় ইকোনমি ক্লাস বেছে নিতেন তিনি।
Parisreports / Parisreports

ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পরে হতাহত বহু

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও চলছে সংঘর্ষ

মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে ২২ দিনে ২২৩ প্রাণহানি

ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে গুলি করে হত্যা

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট

গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী
