থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও চলছে সংঘর্ষ

থাইল্যান্ড ও কাম্বোডিয়ার মধ্যে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সীমান্ত সংঘর্ষ গড়িয়েছে দ্বিতীয় দিনে। শুক্রবার (২৫ জুলাই) দুই দেশের সেনাবাহিনী ভারী কামান ও রকেট দিয়ে একে অপরের দিকে হামলা চালিয়েছে।
যার ফলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ১৫ জনে। মূলত সংঘর্ষ বন্ধে আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও দুই দেশের সীমান্তে উত্তেজনা বাড়ছেই। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
থাইল্যান্ডের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ভোর হওয়ার আগেই থাইল্যান্ডের উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে কাম্বোডিয়ার সেনারা রুশ-নির্মিত বিএম-২১ রকেট সিস্টেম ও ভারী কামান দিয়ে হামলা চালায়। এই হামলার জবাবে থাই সেনাবাহিনীও “যথাযথ প্রতিরক্ষা ব্যবস্থা” নেয় বলে জানানো হয়। থাইল্যান্ড জানায়, ১ লাখেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সংঘর্ষটি শুরু হয় বৃহস্পতিবার একটি বিতর্কিত সীমান্ত এলাকায়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে এই সীমান্তে সার্বভৌমত্ব নিয়ে বিরোধ চলছে। ছোট অস্ত্রের গুলির লড়াই দ্রুত ছড়িয়ে পড়ে কমপক্ষে ছয়টি অঞ্চলে ভারী গোলাগুলিতে। মূলত থাইল্যান্ড ও কাম্বোডিয়ার সীমান্ত বরাবর প্রায় ১৩০ মাইল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে এই সংঘর্ষ।
থাইল্যান্ডের সুরিন প্রদেশে রয়টার্সের সাংবাদিকরা শুক্রবারও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শুতে পাচ্ছেন এবং স্থানীয় রাস্তা ও পেট্রোল পাম্পগুলোর আশপাশে সশস্ত্র সেনা উপস্থিতি বাড়তে দেখেছেন।
এছাড়া থাইল্যান্ডের সেনাবাহিনীর একটি বহর — যাতে ডজনখানেক ট্রাক, সাঁজোয়া যান ও ট্যাঙ্ক রয়েছে — ধানক্ষেত ঘেরা প্রাদেশিক সড়ক দিয়ে সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে বলেও জানানো হয়েছে।
বৃহস্পতিবার সংঘর্ষ শুরুর ঠিক আগে থাইল্যান্ড কাম্বোডিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং ফিরিয়ে আনে নিজের রাষ্ট্রদূতকে। এর কারণ, থাই সেনাবাহিনীর একজন সদস্য সাম্প্রতিক একটি ল্যান্ডমাইনে পা হারান, যা থাইল্যান্ড দাবি করেছে কাম্বোডিয়ার সৈন্যরা পুঁতে রেখেছিল। তবে কাম্বোডিয়া এই অভিযোগ “ভিত্তিহীন” বলে উড়িয়ে দিয়েছে।
থাইল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে ১৪ জন নিহত হয়েছে, যার মধ্যে ১৩ জনই সাধারণ মানুষ। আহত হয়েছে ৪৬ জন, যাদের মধ্যে ১৪ জন সেনা সদস্য।
কাম্বোডিয়ার কেন্দ্রীয় সরকার এখনো হতাহত বা নাগরিক সরিয়ে নেওয়ার তথ্য আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবে কাম্বোডিয়ার ওদ্দার মেঞ্চি প্রদেশের প্রশাসনের মুখপাত্র জানিয়েছেন, একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। প্রায় ১৫০০ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে।
Parisreports / Parisreports

ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পরে হতাহত বহু

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও চলছে সংঘর্ষ

মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে ২২ দিনে ২২৩ প্রাণহানি

ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে গুলি করে হত্যা

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট

গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী
