শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নতুন রহস্যজনক রোগ ‘ডিঙ্গা ডিঙ্গা’


আন্তর্জাতিক ডেস্ক photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২৪ রাত ১১:৩৮

উগান্ডার বান্দিবুগ্যোয় সম্প্রতি নতুন এবং রহস্যজনক রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। বিশেষত নারীদের এবং শিশুদের মধ্যে এর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। এরইমধ্যে তা ‘ডিঙ্গা ডিঙ্গা’ নামে পরিচিতি পেয়েছে। এই রোগটি স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।

‘ডিঙ্গা ডিঙ্গা’ নামটি স্থানীয় ভাষা থেকে এসেছে, যার মানে ‘নাচের মতো ঝাঁকুনি’। এই রোগে আক্রান্তরা তীব্র শারীরিক কম্পন, জ্বর এবং দুর্বলতার শিকার হন। দুর্বলতা এমন থাকে যে অনেক ক্ষেত্রে হাঁটা তো দূরের কথা, স্বাভাবিক চলাফেরা করাও প্রায় অসম্ভব হয়ে পড়ে।

বর্তমানে রোগটির কারণ সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, তবে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্ভূত রোগটি নিয়ে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এই রোগটি কী কারণে হচ্ছে তা পরিষ্কার না হলেও শরীরের অবশ এবং অনিয়ন্ত্রিত ঝাঁকুনির মতো লক্ষণগুলো দেখা যাচ্ছে, যা অনেকটাই ‘নাচের রোগ’-এর সঙ্গে তুলনীয় যা ১৫১৮ সালে ফ্রান্সের স্ট্রাসবুর্গ শহরে দেখা দিয়েছিল।

লক্ষণ
ডিঙ্গা ডিঙ্গা রোগের লক্ষণগুলো বেশ অস্বাভাবিক এবং উদ্বেগজনক। এতে আক্রান্তরা তীব্র শারীরিক কম্পন অনুভব করেন, যা নাচের মতো দেখায়। এ ছাড়া জ্বর এবং দুর্বলতার অনুভূতি সৃষ্টি হয় এবং অনেকেই কোমল পক্ষাঘাতের মতো অবস্থা অনুভব করেন, যার ফলে চলাফেরা করতে খুবই কষ্টকর হয়ে পড়ে। এখন পর্যন্ত বান্দিবুগ্যোতে প্রায় ৩০০টি আক্রান্তের ঘটনা নথিভুক্ত হয়েছে, তবে আশার কথা হলো, এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। অধিকাংশ রোগী সঠিক চিকিৎসা পেলে এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠছেন।

সংক্রমণের উৎস
ডিঙ্গা ডিঙ্গা রোগের কারণ সম্পর্কে ধারণা করা হচ্ছে যে এটি একটি ভাইরাল সংক্রমণ হতে পারে, তবে এর উৎপত্তি সম্পর্কে এখনও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে গভীর তদন্ত চালাচ্ছেন এবং রোগী থেকে সংগ্রহ করা নমুনাগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Parisreports / Parisreports

ফিলিস্তিন রাষ্ট্রকে সেপ্টেম্বর মাসে স্বীকৃতি দেবে ফ্রান্স: ম্যাক্রোঁ

ভারতে সরকারি স্কুলের ছাদ ভেঙে পরে হতাহত বহু

গাজায় যুদ্ধবিরতির মধ্যস্থতা থেকে সরে দাঁড়ালো যুক্তরাষ্ট্র

থাইল্যান্ড-কাম্বোডিয়ার মধ্যে দ্বিতীয় দিনেও চলছে সংঘর্ষ

মার্কিন রণতরীর গতিপথ বদলাতে বাধ্য করল ইরান

বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে ২২ দিনে ২২৩ প্রাণহানি

ভালোবেসে বিয়ে করায় নবদম্পতিকে গুলি করে হত্যা

ভয়াবহ তাপপ্রবাহে ইরানে পানি সংকট 

গাজায় হাজার হাজার ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

সিরিয়ার সেনা সদরদপ্তরে ইসরায়েলের ভয়াবহ হামলা