অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

বলিউডে পা রেখেই বাজিমাত করেছেন অনীত পাড্ডা-আহান পাণ্ডে। গত ১৮ জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে নতুন জুটির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। বলিউডের বক্স অফিসে রীতিমত ঝড় তুলেছে সিনেমাটি। দর্শকদের অনেকে সিনেমা হলে আবেগপ্রবণ হয়ে কান্নায় ভেঙে পড়ছেন।
সিনেমাটির আয় যখন তরতরিয়ে বাড়ছে ঠিক তখনই গল্প চুরির অভিযোগ উঠল ‘সাইয়ারা’ বিরুদ্ধে। এ সিনেমায় একজন রাগী সুরকার চরিত্রে অভিনয় করেছেন আহান। অন্যদিকে এক সাংবাদিক হওয়ার স্বপ্ন নিয়ে পথ চলা সংগ্রামী চরিত্র বাণী। বাণী চরিত্রে অভিনয় করেছেন অনীত। সুর ও স্বপ্নে বাঁধা প্রেমের এই জুটি হঠাৎ এক কঠিন বাস্তবের মুখোমুখি পড়ে। বাণীর মস্তিষ্কে ধরা পড়ে অ্যালঝাইমারস এবং সেখান থেকেই শুরু হয় প্রেমের কঠিন পরীক্ষা।
তবে ছবির এই প্লটটি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে নেটদুনিয়ায়। কেউ কেউ অভিযোগ করেছেন ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত কোরিয়ান সিনেমা ‘আ মোমেন্ট টু রিমেমবার’ থেকে আইডিয়া চুরি করা হয়েছে। কোরিয়ান ছবিতেও প্রেম, বিভ্রান্তি, মেয়েটির মানসিক ভারসম্য হারিয়ে ফেলা, অতীতকে মনে করানো প্রতিটি দৃশ্য হুবহু মিলছে।
গল্প চুরির ভভিযোগে সমালোচনা করে একজন লিখেছেন, ‘অ্যালঝাইমারস, পুরনো প্রেমিকাকে ভুলে যাওয়া, পালিয়ে যাওয়া মেয়ে—এমনকি ছবির শেষ দৃশ্যেও স্মৃতি ফিরে পাওয়া। সব মিলিয়ে ‘সাইয়ারা’ যেন ‘আ মোমেন্ট টু রিমেমবার’--এর ফ্রেম টু ফ্রেম প্রতিচ্ছবি!’ অন্য একজন লিখেছেন, ‘মোহিত সুরির কোরিয়ান প্রেম কি থামবেই না?’
‘সাইয়ারা’ মুক্তির পর থেকেই প্রশংসা ও বিতর্ক দুইয়ে গা ভাঁসিয়ে চলেছে মহিত সুরি পরিচালিত এ প্রেমের ছবি। বক্স অফিস কালেকশনের দিক থেকে ‘সাইয়ারা’ এখন পর্যন্ত চলতি বছরের অন্যতম সফল সিনেমা। সিনেমাটি মুক্তির প্রথমদিন ২৪ কোটি টাকা আয় করে ‘হাউজফুল ৫’, ‘রেইড ২’ এবং ‘সিতারে জামিন পার’-কে ছাড়িয়ে যায়।
Parisreports / Parisreports

অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ

মুক্তি পেল শিল্পী ইথির গান ‘তুই আছিস’

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’

৭০০’র বেশি সিমেনায় অভিনয় করা শ্রীনিবাস রাও আর নেই

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

‘বাকের আলীর মেয়ে গুলবাহারে’ মজেছে নেটিজেনরা

ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা লিল

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
