গাজায় আরও ৬৪ ফিলিস্তিনির মৃত্যু

দখলদার ইসরায়েলের হামলায় শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরও ৬৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা সেখানকার হাসপাতাল সূত্রে এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েলি সেনারা গাজার খান ইউনিস, নুসেইরাত এবং গাজা সিটিসহ অন্যান্য জায়গায় হামলা চালিয়েছে।
এদিকে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়েছে। এরমধ্যেই গাজার সাধারণ মানুষকে হত্যা করে যাচ্ছে তারা। দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করবে— ট্রাম্পের কাছ থেকে এমন গ্যারান্টি চায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ট্রাম্প ছাড়া অন্য কারও গ্যারান্টি তারা চান না বলে জানিয়েছেন হামাসের এক কর্মকর্তা।
তিনি সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে বলেছেন, “আমরা গতকাল শুক্রবার মধ্যস্থতাকারীদের কাছে ইতিবাচক জবাব দিয়েছি। নতুন আরেক দফা আলোচনা শিগগিরই শুরু হবে। এতে মূল বিষয়— ইসরায়েলি সেনাদের প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের ওপর জোরারোপ করা হবে।” তিনি আরও বলেন, “আমরা যে গ্যারান্টি চাচ্ছি সেটি মার্কিনি— প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে আসতে হবে। অন্য কেউ নয়।”
দ্য ন্যাশনাল জানিয়েছে, যুক্তরাষ্ট্র, মিসর এবং কাতার ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে। এরআগে চার মাস আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ভেস্তে যায়। এরপর অসংখ্যবার যুদ্ধবিরতির চেষ্টা করা হলেও; সেটি সফলতার মুখ দেখেনি।
হামাস এই ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। হামাসের একটি সূত্র জানিয়েছেন, নতুন যুদ্ধবিরতিটি কার্যকর হলে তারা ১০ জীবিত এবং ১৮ মৃত ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেবেন।
Parisreports / Parisreports

টেক্সাসে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫০

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা ইলন মাস্কের

গাজায় আরও ৬৪ ফিলিস্তিনির মৃত্যু

চীনে সন্তান জন্ম দিলেই নগদ অর্থ পাবেন দম্পতিরা

গাজায় ইসরায়েলি হামলায় আরও ১১৮ ফিলিস্তিনি নিহত

১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনের মুখে ডলার

ফ্রান্স বিএনপি’র কমিটি গঠন

গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতির শর্তে রাজি ইসরায়েল

ইরান কখনও আত্মসমর্পণ করবে না : খামেনি

যুদ্ধ শেষ, যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠক আগামী সপ্তাহে : ট্রাম্প

ইরানের পরমাণু সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করা হবে : হোয়াইট হাউস

যুদ্ধ শেষ করতে চায় ইসরায়েল
