প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

বিশ্ব প্রযুক্তির দৃষ্টি এখন প্যারিসে। আজ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে শুরু হলো ইউরোপের সবচেয়ে বড় প্রযুক্তি ও স্টার্টআপ সম্মেলন VivaTech 2025। প্যারিস এক্সপো, পোর্ট দ্য ভার্সাই-তে আয়োজিত এই মহোৎসবে অংশ নিচ্ছে শতাধিক দেশ থেকে হাজারো প্রযুক্তি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা এবং তরুণ উদ্ভাবক।
‘নতুন সীমা’ (New Frontiers) প্রতিপাদ্যে আয়োজিত এ বছরের VivaTech সম্মেলনের উদ্বোধনী দিনে প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, স্বাস্থ্য প্রযুক্তি এবং জলবায়ু সহনশীল উদ্ভাবন নিয়ে অনুষ্ঠিত হয় একাধিক আলোচনাসভা ও প্রদর্শনী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বের শীর্ষ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান NVIDIA-র CEO জেনসেন হুয়াং, যিনি কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, ডেটা প্রসেসিং এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দিকনির্দেশনা দেন। NASA-এর Vanessa Wyche মহাকাশ গবেষণার ভবিষ্যৎ এবং AI-এর ভূমিকা তুলে ধরেন তাঁর বক্তব্যে।
সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিচ্ছেন Google, Amazon, LVMH, McLaren Racing-এর মত বিখ্যাত প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা। উল্লেখযোগ্যভাবে, নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী Alain Aspect কোয়ান্টাম প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা নিয়ে তার বক্তব্যে তুলে ধরেন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনার দিক।
VivaTech ২০২৫-এর সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্টার্টআপ ও উদ্ভাবকদের অংশগ্রহণ। এবারের সম্মেলনে ৩,০০০-এর বেশি স্টার্টআপ অংশ নিয়েছে, যারা পরিবেশবান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, ও ভবিষ্যতের কর্মজীবনের নতুন চিন্তা উপস্থাপন করছে।
অনুষ্ঠানে নারীর অংশগ্রহণ ও বৈচিত্র্য নিয়ে আলোচনা করেন Girls Who Code-এর CEO Tarika Barrett। তিনি বলেন, “প্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়ানো সামাজিক দায়বদ্ধতা নয়, বরং উন্নত ভবিষ্যতের অবিচ্ছেদ্য অংশ।”
সম্মেলনে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উপস্থিতি লক্ষণীয়। স্টার্টআপ পিচিং ইভেন্ট ও ডেমো সেশনে তাদের বিপুল আগ্রহ দেখা যাচ্ছে। এতে করে নতুন উদ্ভাবনগুলোর পেছনে সম্ভাব্য বড় বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে।
প্যারিস এখন ইউরোপের প্রযুক্তির নতুন রাজধানী—এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। VivaTech ২০২৫-এর সফল উদ্বোধনের মধ্য দিয়ে প্রযুক্তির ভবিষ্যৎ চিন্তা, নীতি এবং বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। সম্মেলন চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।
Parisreports / Parisreports

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু

ফ্রান্সে বিয়ানীবাজার ওয়েলফেয়ার সোসাইটির অনুষ্ঠান সম্পন্ন

প্যারিসে প্রযুক্তি ও উদ্ভাবনের মহোৎসবের শুভ উদ্বোধন

মস্কো মিশনের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ফয়সাল আহমেদকে ‘স্ট্যান্ড রিলিজ’

প্যারিসে বাংলাদেশের কড়াইল বস্তি

সিঙ্গাপুরে নতুন বাংলাদেশি রেস্টুরেন্ট ‘বাংলার স্বাদ’ এর উদ্বোধন

প্যারিসে ‘সাফ ফোর্স ক্রিকেট ক্লাব’-এর জার্সি উন্মোচন

ফ্রান্সে ফ্রাঙ্কো-বাংলা স্কুলের নতুন অফিসের উদ্বোধন

বাংলা কাগজ এ্যাওয়ার্ডে ভূষিত হলেন সাংবাদিক এনায়েত সোহেল

ফ্রান্স ক্রিকেট বোর্ডের নবনিযুক্ত ৬জন বাংলাদেশি সদস্যদের সংবর্ধনা

ফ্রান্সে ‘ঢাকা ক্লাব’ এর আত্মপ্রকাশ ও নতুন কমিটির ঘোষণা

আবুধাবিতে বাংলাদেশের নব নিযুক্ত রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
