চেহারা ভেঙে পড়েছে, অসুস্থ করণ জোহর?

তারকাদের চোখে চোখে রাখেন সবাই। চেহারায় তিল পরিমাণ পরিবর্তন এলেও ঠিক ধরে ফেলেন। এরকম ঘটল বলিউড পরিচালক ও প্রযোজক করণ জোহরের বেলায়। সম্প্রতি তার চেহারা রোগা হতেই নড়েচড়ে বসেছেন সবাই। এক প্রশ্ন, তবে কি অসুস্থ করণ? সে জবাব নিজেই দিয়েছেন বলিউডের প্রভাবশালী এই ব্যক্তিত্ব।
বৃহস্পতিবার নিজের আসন্ন ছবি ‘কেশরি চ্যাপ্টর ২’-এর প্রচারের জন্য সমাজমাধ্যমে লাইভ করেন প্রযোজক। অনন্যা পাণ্ডে-অক্ষয় কুমারের এই ছবি নিয়ে কথা বলতে গিয়ে অনুরাগীদের প্রশ্নের উত্তরও দেন করণ। তখনই উঠে আসে তার সাম্প্রতিক চেহারার কথাও। সাফ জানান, কোনো ওষুধ খেয়ে ওজন ঝরাননি তিনি। বরং পরিশ্রম করেছেন।
করণ বলেন, “অনেক পরিশ্রম করেছি। যেমন কানাঘুষো শোনা যাচ্ছিল তেমন কোনো ওষুধ খাইনি।”
আরও বলেন, “আরে আমি দারুণ আছি। এর আগে কখনও এত খুশি এত হালকা অনুভব করিনি। যথাযত উপায়েই আমি ওজন কমিয়েছি।” করণ জানিয়েছেন, তিনি রোজ
সকালে লাফিয়ে ওঠেন, নতুন উদ্যমে কাজ শুরু করেন। আর তাই তিনি এখন দারুণ খুশি।
আজকাল করণকে কোথাও দেখা যাচ্ছিল না। বন্ধুদের নিয়মিত আড্ডায়ও আসছিলেন না। ওষুধ খেয়ে ওজন কমানোর বিষয়টি নিয়েও শুরু হয়েছিল আলোচনা। এক বক্তব্যেই সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন পরিচালক।
Parisreports / Parisreports

অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ

মুক্তি পেল শিল্পী ইথির গান ‘তুই আছিস’

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’

৭০০’র বেশি সিমেনায় অভিনয় করা শ্রীনিবাস রাও আর নেই

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

‘বাকের আলীর মেয়ে গুলবাহারে’ মজেছে নেটিজেনরা

ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা লিল

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
