হেনস্তার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন অভিনেত্রী

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে রণবীর সিংহের বোনের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী অঞ্জলি অঞ্জলি দিনেশ আনন্দকে। এদিকে ‘ডাব্বা কার্টেল’ ছবিতে অঞ্জলির অভিনয় দর্শকের নজর কেড়েছিল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন। তার কথায়, ‘শৈশবে লাগাতার হেনস্তার শিকার হয়েছি এবং সেই স্মৃতি আজও আমাকে তাড়া করে বেড়ায়।’
অঞ্জলি বলেন, ‘আমি বুঝতে পারছিলাম না তখন কী করা উচিত। সেই সময় আমার বয়স মাত্র আট বছর। বাবার মৃত্যুর পর আমার নৃত্যগুরু বলতে শুরু করেন তিনিই নাকি আমার বাবা। শিশু বয়সে সেই কথা আমি বিশ্বাসও করেছিলাম। তাছাড়া আমার কোনও উপায় ছিল না।’
এরপর তিনি যোগ করেন, ‘সেই গুরু এরপর থেকে ধীরে ধীরে আমায় স্পর্শ করতে শুরু করেন। একদিন হঠাৎ আমার ঠোঁটে চুমু খেয়ে বলেন, বাবারা এমনই করেন। এরপর আমার জীবন অনেকটাই তিনি নিয়ন্ত্রণ করতে শুরু করেন।’ নিজের সেই দুর্বিষহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে আজও শিউরে ওঠেন অভিনেত্রী।
প্রসঙ্গত, অভিনেত্রী জানিয়েছেন এই নৃত্যগুরুর হাত থেকে মুক্তি পেতে তাকে ১৪ বছর বয়স পর্যন্ত অপেক্ষা করতে হয়। অবশেষে তার প্রথম প্রেমিক এসে নাকি তাকে এই নৃত্যগুরুর কবল থেকে উদ্ধার পেতে সাহায্য করে।
Parisreports / Parisreports

অনীত-আহানের বিরুদ্ধে চুরির অভিযোগ!

শুটিংয়ের সময় গুরুতর আহত সুনেরাহ

মুক্তি পেল শিল্পী ইথির গান ‘তুই আছিস’

৪ হাজার কোটি ব্যয়ে নির্মিত হচ্ছে রণবীরের ‘রামায়ণ’

৭০০’র বেশি সিমেনায় অভিনয় করা শ্রীনিবাস রাও আর নেই

কপিল শর্মার ক্যাফেতে হামলা, গুলিবর্ষণ

‘বাকের আলীর মেয়ে গুলবাহারে’ মজেছে নেটিজেনরা

ইসলাম গ্রহণ করেছেন পর্ন তারকা লিল

‘বজরঙ্গী ভাইজান’-এ অভিনয় করে কত পেয়েছিলেন মুন্নি

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অভিনেত্রী মাহির ‘ভাই’

মাদকসহ জনপ্রিয় টিকটকার গ্রেফতার

প্রাণনাশের শঙ্কায় ৩ কোটির বুলেটপ্রুফ গাড়ি কিনলেন সালমান
