রোজায় মাঠে থাকবে ভোক্তার ৬০ টিম
পবিত্র রমজান মাসে বাজার তদারকিতে মাঠে থাকবে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ৬০টি টিম। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রমজানে খেজুর, মশলা ও ভোজ্যতেল ছাড়া অন্যান্য পণ্যের দাম নিয়ে তেমন কোনো উদ্বেগের কারণ নেই। তবে তিনটি পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে বিশেষ সভা আয়োজন করা হবে। ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সঙ্গে এই বিষয়ে ১২ ফেব্রুয়ারি সভা অনুষ্ঠিত হবে।
দুপুরে অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ঢাকা মহানগরের বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতারা, পাইকারি ও খুচরা ব্যবসায়ী, সুপারশপ ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের (যেমন চাল, পেঁয়াজ, আদা, রসুন, মসলা, তেল, ছোলা, ডাল, খেজুর ইত্যাদি) দাম নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে এ মতবিনিময়।
মহাপরিচালক আরও জানান, বর্তমানে সারাদেশে প্রতিদিন ৩০টি টিম বাজার তদারকি করছে। তবে রমজান মাসে এই টিমের সংখ্যা বাড়িয়ে ৬০টি টিমে উন্নীত করা হবে। প্রতিদিন প্রায় ৬০টি টিম বাজারের তদারকি কার্যক্রম চালাবে।
তিনি বলেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে শুল্ক হ্রাস, এলসি খুলতে সহযোগিতা এবং ব্যাংকিং সাপোর্ট প্রদানসহ নানা পদক্ষেপ নিয়েছে। এ সময় পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ এবং চাহিদা-যোগানের মধ্যে সমন্বয় রক্ষার বিষয়ে উপস্থিত ব্যবসায়ীরা একমত হন। তিনি ভোক্তা, ব্যবসায়ী এবং গণমাধ্যমসহ সবার সহযোগিতা কামনা করেন।
সভায় উপস্থিত ছিলেন অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) আব্দুল জলিল, পরিচালক (অভিযোগ ও তদন্ত) মোহাম্মদ আজিজুল ইসলাম, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, প্রাণিসম্পদ অধিদফতরের উপপরিচালক মো. শরিফুল হক প্রমুখ।
Parisreports / Parisreports
বিমানবন্দরে ফোন চুরির সময় আটক আনসার সদস্য বহিষ্কার
রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট, ভোগান্তি চরমে
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র্যাবের
দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা
শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি
আজ ভয়াল ২৮ অক্টোবর
সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব