বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

যে কোনো মূল্যে মানুষের আস্থা ধরে রাখতে হবে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-১-২০২৫ রাত ১১:৫৯

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে বাংলাদেশের মানুষের আস্থা আমাদের ধরে রাখতে হবে। আস্থা ধরে রাখার দায়িত্ব আমাদের। বিএনপি যুগপৎ আন্দোলনে সবচেয়ে বড় রাজনৈতিক দল। অন্যরা আমাদের সহযোগিতা করবেন। কিন্তু দায়িত্ব সবচেয়ে বেশি আমাদের। এই দেশকে রক্ষা করা, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করা। দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা ও রক্ষা করার দায়িত্ব। 

তারেক রহমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা ও প্রতিশোধ গ্রহণ করা যাবে না। আমরা বাংলাদেশের মানুষের জন্য ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই সকল প্রতিশোধ নেব। ৩১ দফার বাস্তবায়নই বড় প্রতিশোধ।

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলায় রাষ্ট্রকাঠামো সংস্কারের ৩১ দফা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় ভাচুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমি প্রতিবারই বলছি সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপিকে নিয়ে বিভিন্ন মহল ষড়যন্ত্র করছে। নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। পরিবর্তন কোনো ম্যাজিক বা যাদু নয় যে, আমরা বলবো আর সেটা হয়ে যাবে। এই পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। মন-মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। ৩১ দফা জনগণের জন্য তৈরি। জনগণের পক্ষ থেকে আসা প্রশ্ন নিয়েই ৩১ দফা প্রস্তুত করা হয়েছে।

মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলো ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, আমরা দেখেছি ৭১ সালে একটা দল মুক্তিযুদ্ধে অংশ না নিয়ে দেশ ছেড়ে নিরাপদ স্থানে পালিয়ে গিয়েছিল। আরেকটি দল মহান মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছে। কিন্তু বিএনপি এমন একটি দল যারা মুক্তিযুদ্ধ ও পরবর্তীতে দেশ গঠনে নিরলসভাবে কাজ করেছে।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ যদি আপনার পেছনে না থাকে, তাহলে আপনি কীসের নেতা। মানুষ আমাদের ওপর আস্থা রাখতে চাইছে। কোনো নেতা-কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাহলে দলের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, যখনই নিরপেক্ষ নির্বাচন হয়েছে তখন বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেয়েছে। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রথম পদক্ষেপ হলো নির্বাচন। সেই নির্বাচনে দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তারা কাদেরকে দেশের দায়িত্ব দিবে।

Parisreports / Parisreports

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান

বিএনপির এক নেতার চাঁদাবাজির টাকাই গণভোট আয়োজন সম্ভব

৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল

রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল

জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নয়

বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি

তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন

নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম

আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার

জুলাই সনদে আমরা স্বাক্ষর করব, ভিন্নমতের কথাও উল্লেখ থাকবে

খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে

রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না