আজ ভয়াল ২৮ অক্টোবর
আজ ভয়াল ২৮ অক্টোবর। দেশের রাজনৈতিক ইতিহাসে এই দিনটি এক বিভীষিকাময় স্মৃতি হয়ে আছে। ২০০৬ সালের এই দিনে রাজধানীর পল্টনে যে নৃশংস সহিংসতা ঘটেছিল, তা শুধু রাজনীতির নয়, মানবতার ইতিহাসেও এক গভীর কলঙ্ক হয়ে আছে। প্রকাশ্য দিবালোকে মানুষকে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা, মৃতদেহের উপর উল্লাসের দৃশ্য দেখে স্তব্ধ হয়েছিল পুরো দেশ, কেঁপেছিল আন্তর্জাতিক সম্প্রদায়ও।
২০০৬ সালের অক্টোবরের শেষ সপ্তাহে দেশে রাজনৈতিক অচলাবস্থা চরমে পৌঁছায়। ২৭ অক্টোবর রাতে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতির উদ্দেশে ভাষণ দেন, চারদলীয় জোট সরকারের মেয়াদ শেষ হয়। ঠিক পরদিন ২৮ অক্টোবর আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ও জামায়াতে ইসলামীসহ চারদলীয় জোট একই এলাকায় পৃথক কর্মসূচি নেয়।
সকালে বায়তুল মোকাররমের উত্তর সড়কে জামায়াতের সমাবেশের প্রস্তুতি চলছিল। কিন্তু দুপুরের আগেই পল্টন-মুক্তাঙ্গন এলাকায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লগি-বৈঠা হাতে থাকা আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিজয়নগর ও তোপখানা দিক থেকে এগিয়ে আসে এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। খুব অল্প সময়ের মধ্যেই রাস্তাজুড়ে শুরু হয় বোমা, ইটপাটকেল ও অস্ত্রের ঝড়।
পল্টনের ভয়াবহ দৃশ্য ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা
দুপুরের পর পল্টন মোড়ে ঘটে নির্মম দৃশ্য। টেলিভিশন ফুটেজে দেখা যায়, কয়েকজন মানুষকে লগি-বৈঠা দিয়ে নির্দয়ভাবে পেটানো হচ্ছে। নিহতদের মধ্যে ছিলেন জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের কয়েকজন কর্মী। তাদের মধ্যে জসিম উদ্দিন ও মুজাহিদুল ইসলাম অন্যতম। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, মৃত্যুর পর তাদের দেহ নিয়েও অমানবিক আচরণ করা হয়।
এই ভয়াবহতার দৃশ্য টেলিভিশনের পর্দায় ও সংবাদপত্রের পাতায় ছড়িয়ে পড়ে। ‘লগি-বৈঠা’ শব্দটি তখন থেকে দেশের রাজনৈতিক অভিধানে এক বিভীষিকাময় প্রতীকে পরিণত হয়।
ঘটনার সময় আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে তখন প্রশ্ন উঠেছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় পুলিশ কাছেই ছিল, কিন্তু তারা তেমন কোনো পদক্ষেপ নেয়নি। বোমা, গুলিবর্ষণ ও পিটিয়ে হত্যার পরও ঘটনাস্থলে নিয়ন্ত্রণ আনতে সময় লেগে যায় বিকেল পর্যন্ত। পরবর্তীতে বিডিআর সদস্যরা মোতায়েন হলে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।
Parisreports / Parisreports
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র্যাবের
দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা
শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি
আজ ভয়াল ২৮ অক্টোবর
সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়