বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

কুমিল্লায় মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় আটক ৫ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২৪ রাত ১২:৯

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৩) ডিসেম্বর রাতে এবং মঙ্গলবার (২৪ ডিসেম্বর) চৌদ্দগ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মঙ্গলবার বিকেলে তাদের আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

আটকরা হলেন- চৌদ্দগ্রামের কুলিয়ারা এলাকার আব্দুল হক মজুমদারের ছেলে ইসমাইল মজুমদার (৪৩), সুলতান আহমেদ মজুমদারের ছেলে জামাল উদ্দিন মজুমদার (৫৮), মৃত এসহাক ভুঁইয়ার ছেলে ইলিয়াস ভূঁইয়া (৫৮), নাঙ্গলকোটের রায়কোট এলাকার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং চাঁদপুর সদর উপজেলার মই সাদি গ্রামের জাকির হোসেনের ছেলে ইমতিয়াজ আব্দুল্লাহ সাজ্জাদ (১৯)।

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আখতারুজ্জামান জানান, বীর মুক্তিযোদ্ধাকে হেনস্তার ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনায় থানায় এখনো কোনো মামলা না হওয়ায় আটকদের ৫৪ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে ওই ৫ ব্যক্তিকে শনাক্ত করা হয়েছিল। বাকি অভিযুক্তদের আটকে পুলিশের একাধিক টিম মাঠে অভিযান চালাচ্ছে।

প্রসঙ্গত, গত রোববার (২২ ডিসেম্বর) দুপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন স্থানীয় কয়েকজন। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই এলাকার জামায়াতের সমর্থক প্রবাসী আবুল হাসেমের নেতৃত্বে ১০-১২ জন এ ন্যাক্কারজনক ঘটনা ঘটান। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি নিয়ে দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু লুদিয়ারা এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের রোষানলে পড়ে দীর্ঘ ৮ বছর এলাকা ছাড়া ছিলেন তিনি। গত ৫ আগস্ট সরকার পতনের পর বেশ কয়েকবার তার বাড়িতে হামলা চালানো হয়।

Parisreports / Parisreports

অপহরণের ২৪ দিন পর ৪ ব্যক্তি উদ্ধার, আটক ৪

বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ

কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

নদীর মোহনায় কমেছে ইলিশ 

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে

হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে