বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

ওয়ারেন্টভুক্ত ১৫ সেনা কর্মকর্তা হেফাজতে : সেনা সদর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-১০-২০২৫ রাত ১০:৮

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক ও বর্তমান ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাদের মধ্যে চাকরিরত ১৫ জন সেনা কর্মকর্তা হেফাজতে রয়েছে বলে জানিয়েছে বাহিনী। এছাড়া, এক সেনা কর্মকর্তার খোঁজ মিলছে না বলেও জানানো হয়।

শনিবার (১১ অক্টোবর) সেনাসদরে অফিসার্স মেসে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।

সেনাবাহিনীর মুখপাত্র বলেন, ২৫ জনের সেনা কর্মকর্তার মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত। তাছাড়া চাকরিরত ১৫ জনের মধ্যে একজন এলপিআরে (অবসর প্রস্তুতিমূলক ছুটি) রয়েছে। আর একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, যুদ্ধাপরাধের মতো কোনো অপরাধে অভিযুক্ত হলে সঙ্গে সঙ্গে চাকরি থেকে বরখাস্ত হিসেবে গণ্য হওয়ার বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে ব‍্যাখা চাওয়া হবে। এ সময় ৫৪ বছরে সেনাবাহিনী সদস্যদের সকল ধরনের অপরাধে সেনা আইনে বিচার হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

হেফাজতে রাখাদের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হবে কি না এমন প্রশ্নে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, ট্রাইব্যুনালের আইনগত ব্যাখ্যা পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগামী ২২ অক্টোবরের মধ‍্যে অভিযুক্তদের আদালতে হাজির করতে হবে। এর আগেই ব‍্যাখা পাবো বলে আশা করছি। এ সময় সেনাবাহিনী ট্রাইব্যুনালকে সর্বোচ্চ সহযোগিতা করছে বলেও জানান তিনি।

গুম হওয়াদের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল উল্লেখ করে তিনি বলেন, সেনাবাহিনীতে থাকাকালীন কর্মকর্তারা কোনো অপরাধ করেনি। বিভিন্ন বাহিনীতে প্রেষণে থাকাকালীন তারা অপরাধে জড়িয়েছি।

নির্বাচন প্রসঙ্গে সেনাবাহিনীর এই কর্মকর্তা বলেন, নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনীর সদস্যসংখ্যা ৩ থেকে ৪ ভাগ বাড়ানো হবে।

Parisreports / Parisreports

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র‌্যাবের

দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি

নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি

আজ ভয়াল ২৮ অক্টোবর

সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ 

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব