বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রামে এস আলমের ৯ কারখানা বন্ধ ঘোষণা


জেলা প্রতিবেদক photo জেলা প্রতিবেদক
প্রকাশিত: ২৪-১২-২০২৪ রাত ১১:২৭

বিতর্কিত শিল্পগ্রুপ এস আলমের মালিকানাধীন নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গ্রুপটির মানব সম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিনের সই করা একাধিক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বন্ধ ঘোষিত কারখানাগুলো হলো- এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এস আলম পাওয়ার প্ল্যান্ট লিমিটেড, এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড, চেমন ইস্পাত লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড (এনওএফ), এস আলম পাওয়ার জেনারেশন লিমিটেড এবং ইনফিনিটি সিআর স্টিপস লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কর্তৃপক্ষের নির্দেশক্রমে অনিবার্য কারণবশত আগামী ২৫ ডিসেম্বর হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারখানাগুলো বন্ধ থাকবে। তবে নিরাপত্তা বিভাগ, ডেলিভারি সেকশন ও জরুরি বিভাগ (ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক) খোলা থাকবে।

পুলিশ জানিয়েছে, মোট নয়টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে কর্ণফুলী থানার ছয়টি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেন। পরবর্তীতে মালিকপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে তারা ফিরে যান। এস আলম স্টিলস লিমিটেড, এস আলম ব্যাগ ম্যানুফ্যাকচারিং মিলস লিমিটেড ও চেমন ইস্পাত লিমিটেড এই তিনটি কারখানায় কোনো বিক্ষোভ পরিলক্ষিত হয়নি।

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, শ্রমিকরা জড়ো হওয়ায় আমাদের দুটি সেখানে যায়। একই সঙ্গে এস আলম কর্তৃপক্ষ এসেও শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এরপর তারা চলে যান। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এস আলম গ্রুপের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বর্তমানে কারখানা পরিচালনার জন্য প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করা সম্ভব হচ্ছে না। কারণ এস আলম গ্রুপকে এলসি খোলার ক্ষেত্রে কোনো ব্যাংক যথাযথ সহযোগিতা করছে না। এমতাবস্থায় সাময়িকভাবে কারখানাগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা ৯ কারখানায় কর্মকর্তা ও শ্রমিক মিলিয়ে অন্তত ১২ হাজার লোক কাজ করেন বলে জানান তিনি। 

Parisreports / Parisreports

অপহরণের ২৪ দিন পর ৪ ব্যক্তি উদ্ধার, আটক ৪

বাগানের ৩০০ পেয়ারা গাছ কেটে দিল প্রতিপক্ষ

কুয়াশা দিচ্ছে শীতের বার্তা, রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা

ঘুমন্ত মায়ের পাশ থেকে ১১ মাসের শিশু নিখোঁজ

চট্টগ্রামে ব্যানার টানানো নিয়ে সংঘর্ষ, প্রাণ গেল যুবদলকর্মীর

চট্টগ্রামে মালবাহী ট্রেনে ট্রাকের ধাক্কা

নদীর মোহনায় কমেছে ইলিশ 

ভোলায় ফের র‍্যাবের হাতে ধরা জ্বীনের বাদশা

বার বার কাশি দিয়ে পরীক্ষার হলে ধরা পড়লেন চাকরিপ্রার্থী

নাটোরে গোডাউনে মিলল ১৩ টন গুলির খোসা

জামালপুরে ২২ হাজার পিস ইয়াবাসহ দম্পতি গ্রেপ্তার

বিদ্যুৎস্পৃষ্টে একসঙ্গে প্রাণ হারালেন বাবা-ছেলে

হত্যার পর মরদেহ ফেলা হচ্ছে নদীতে