বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ভারত সাড়া দিচ্ছে না


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৫ দুপুর ১১:২৭

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না।’

শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কি না সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে। তবে এ মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না।

ভারতের পুশইন বিষয়ে তৌহিদ হোসেন বলেন, ভারত থেকে পুশইন অব্যাহত রয়েছে। অবৈধ কেউ সেদেশে থাকলে তারা আমাদের জানালে আমরা ব্যবস্থা নেব। কিন্তু তারা নিয়মের ব্যত্যয় ঘটিয়ে অনবরত পুশইন করে যাচ্ছে।

ভিসা জটিলতা নিরসনের বিষয়ে তিনি বলেন, সার্টিফিকেট প্রদানকারীদের সমন্বয় করা হচ্ছে। ভুয়া কাগজপত্র নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। বিশ্বাস হারানো সহজ, ফেরানো কোঠিন। আমরা সেই কঠিন কাজ করছি।

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুই দিনের সফরে ২৩ আগস্ট ঢাকায় আসছেন। বৈঠক করবেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে ক্ষমাপ্রার্থনার বিষয়ে আলোচনা হবে কি না প্রশ্নে তিনি বলেন, একটা ইস্যু আরেকটা বিষয়কে আটকে রাখবে তা আমরা চাই না। এসময় উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্কের মধ্যে ভারত কোনো বিষয় হয়ে দাঁড়াবে না।

Parisreports / Parisreports

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র‌্যাবের

দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি

নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি

আজ ভয়াল ২৮ অক্টোবর

সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ 

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব