বসিলা পশুর হাটে নজর কাড়ছে বাদশাহ
চার দিনেও জমে ওঠেনি রাজধানীর বসিলা পশুর হাট। পাবনা থেকে ২৫টি গরু নিয়ে হাটে আসা সাঁথিয়া উপজেলার নজরুল ইসলাম এখনো বিক্রি করতে পারেননি একটিও। তার সঙ্গে আছেন আরও সাতজন। সবাই মিলে এনেছেন ১৪০টি গরু। বেচাবিক্রি নেই তাদেরও। ফলে হতাশ এসব বেপারীরা।
এই হতাশার মাঝেই বিশেষ ভাবে নজর কাড়ছে মেহেরপুরের গাংনী থেকে আসা ‘বাদশাহ’। ওজন তার ১২ থেকে ১৩ মন। দাম হাঁকা হচ্ছে সাড়ে সাত লাখ।
মঙ্গলবার (৩ জুন) বসিলার চল্লিশ ফিট হাট সরেজমিনে ঘুরে এবং বেপারীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বেচাবিক্রি নিয়ে নজরুল নামে এক বেপারী জানালেন, এখনো হাটের মতিগতি তিনি বুঝে উঠতে পারছেন না। ক্রেতারা এলেও দামদর করে চলে যাচ্ছেন। তিনি বুঝতে পারছেন না গরুর দাম বেশি চাচ্ছেন কিনা।
এ অবস্থা শুধু নজরুলের নয়, বসিলা হাটের অধিকাংশ বেপারীর। তবে এর মাঝেও টুকটাক বেচাবিক্রি চলছে।
নজরুলের সঙ্গে আসা বেপারীরা কী জানান, গত বছর তারা এই সময়ে অর্ধেক গরু বিক্রি করে ফেলেছিলেন। কিন্তু এবছর তেমন কোনো আলামত নেই। হাটে ক্রেতা অনেক কম। তবে তারা আশাবাদী বুধবার (৪ জুন) থেকে হাট জমতে পারে।
নিয়ামতপুর থেকে আসা বেপারী সরোয়ার জানালেন, তিনি সাতটি গরু নিয়ে এসেছেন। কিন্তু এখনো কোনো গরু বিক্রি করতে পারেননি। তার সঙ্গে এসেছেন আরও চারজন। তারাও একই কথা জানালেন।
এসময় কথা হয় মোহাম্মদপুর থেকে গরু কিনতে আসা ক্রেতা জহিরের সঙ্গে৷ তিনি তখনো গরু কেনার জন্য খুঁজছিলেন। কিন্তু মনের মতো গরু খুঁজে পাচ্ছিলেন না। তিনি জানালেন, এবার গরুর দাম তার কাছে বেশি মনে হচ্ছে।
এসময় কথার ফাঁকে তার সামনে দিয়ে একটি গরু নিয়ে যাচ্ছিলো কয়েকজন যুবক। কত টাকায় নিলেন তাদের প্রতি জোরে ডাক দিয়ে দর জানতে চাইলেন জহির। তাদের একজন বলে উঠলেন, ৭৫ হাজার টাকা!
এরপর তিনি বলেন, ভাই এবার প্রমাণ পেলেন তো গরুর দাম বেশি! তার মতে, গতবার ছোট সাইজের গরু সর্বোচ্চ ৪০-৪৫ হাজার টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার সেই গরু বেপারীরা চাচ্ছেন ৮০-৯০ হাজার টাকা। যা অস্বাভাবিক দাম বলছেন তিনি।
এ হাটে গরু বিক্রি হচ্ছে। তবে আগের বারের মতো নয় বলে ধানমন্ডি থেকে আসা গরু ক্রেতা সালাম নিয়ন। তিনি বলেন, গতবার গরু কিনতে এসেছিলাম তখন বেশ ভিড় ছিল। এবার ভিড় কম মনে হচ্ছে। হয়তো আগামীকাল হাট কমবে।
ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, তারাও এবার গরুর দাম শুনে বেশ হতাশ। অস্বাভাবিক দাম চাচ্ছেন ক্রেতারা। ফলে তারাও কাঙ্ক্ষিত দাম হাঁকিয়ে পছন্দের গরু পাচ্ছেন না।
এদিকে হাট ইজারাদারের লোকজন মাইকে নানা কথা বলে বেপারীদের উদ্বুদ্ধ করছেন। কোনো একটি গরু বিক্রি হলেই তারা ঘোষণা দিয়ে জানান দিচ্ছেন।
Parisreports / Parisreports
যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে
নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র্যাবের
দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা
ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ
শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি
নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা
শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি
আজ ভয়াল ২৮ অক্টোবর
সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব
বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’
বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়