শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

গোল্ড বারসহ বিমানের পার্সারের মালামাল জব্দ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-৫-২০২৫ রাত ১০:৫৮

রিয়াদ থেকে ঢাকায় ফেরার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পার্সারের কাছ থেকে ১২৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করে তা জব্দ করেছে ঢাকা কাস্টমস বিভাগ। ওই পার্সারের নাম হোসনে আরা। সোমবার বিকাল ৩টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি ৩৪০ ফ্লাইটে ফেরেন হোসনে আরা। পরে তাকে সন্দেহ হলে তল্লাশি করে গোল্ড বার জব্দ করা হয়।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবির বলেন, ‘ইতোমধ্যে হোসনে আরাকে গ্রাউন্ডেট করা হয়েছে। তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে বাংলাদেশ এয়ারলাইন্সের রিয়াদ থেকে আসা বিজি ৩৪০ ফ্লাইটটি বিকেল সাড়ে ৩টায় ঢাকায় অবতরণ করে। এসময় ফ্লাইটটি তল্লাশির প্রস্তুতি নেয় কাস্টমস। তারা একে একে সকল যাত্রীকে তল্লাশি করেন। 

পরে গ্রিন চ্যানেলে হোসনে আরার ব্যাগেজ স্ক্যানিং করার সময় বিষয়টি ধরা পড়ে। তিনটি চুড়ি ছিল। যা খাঁটি সোনার তৈরি। এসব কেনার দাবি করলেও তিনি কোনো কাগজপত্র দেখাতে পারেননি। পরে স্বর্ণগুলো কাস্টমস আটক করে জব্দ তালিকায় তোলে। জানা গেছে, এ ঘটনায় ফ্লাইটে থাকা সকল এয়ার হোস্টেসকে তল্লাশি করেছে কাস্টমস কর্তৃপক্ষ। যা অনেকের কাছে ছিল বিব্রতকর ও অপমানজনক। 

 নিয়ম অনুযায়ী, ১১৭ গ্রাম ওজনের ২৪ ক্যারেটের স্বর্ণের চুরি, যা গোল্ড বার হিসেবে পরিচিত। পাশাপাশি হোসনে আরার লাগেজে থাকা কমার্শিয়াল বেশ কিছু আইটেমও জব্দ করা হয়েছে। 

জানা যায়, আসন্ন বিমান ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে চোরাচলান চক্র বেশ তৎপর হয়ে উঠেছে। সেই চক্রের কোনো সদস্যের হয়ে হয়তো তিনি এ সোনা এনেছিলেন। 

Parisreports / Parisreports

যমুনা ও সচিবালয় এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা আসবে

নারায়ণগঞ্জের ত্বকী হত্যা মামলার তদন্ত ‘শিগগিরই’ শেষের আশা র‌্যাবের

দেশের ১০ জেলায় ঝড়ের আশঙ্কা

ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনাসহ ২৬১ আসামিকে পলাতক দেখিয়ে বিজ্ঞপ্তি

নির্বাচন বানচালে বড় শক্তি কাজ করবে : প্রধান উপদেষ্টা

শাহজালালে আগুন: ৫১৬ কারখানার ১০০ কোটি টাকার ক্ষতি

আজ ভয়াল ২৮ অক্টোবর

সুষ্ঠু ভোট করতে ইসিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ৩৪ প্রস্তাব

বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম ‘মন্থা’ 

বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়

ভোটের মাঠে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনী রাখার প্রস্তাব