ছাত্রলীগের প্রচার সম্পাদকই হলেন ছাত্রদলের প্রচার সম্পাদক
পটুয়াখালীর কলাপাড়ায় মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক সাকিব আল-হাসান রাফি। তাকেই আবার ওই কলেজ শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক করা হয়েছে।
শুধু প্রচার সম্পাদকই নয়, সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যাদের তারাও ছিলেন ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ডের সম্মুখভাবে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। বুধবার (৭ মে) বিকেলে এ নিয়ে সংবাদ সম্মেলন করেন একই কলেজের পদবঞ্চিতরা। সংবাদ সম্মেলন শেষে এর প্রতিবাদে সদ্যঘোষিত কমিটির সিনিয়র সহ-সভাপতি রাইসুল ইসলাম রুপুসহ দুজন পদত্যাগ করেন।

এরআগে মঙ্গলবার (৬ মে) পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী ও সদস্য সচিব জাকারিয়া আহম্মেদ সই করা এক বিজ্ঞপ্তিতে রবিউল ইসলামকে সভাপতি ও আসিবুল হককে সাধারণ সম্পাদক করে মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজ ছাত্রদলের ১০ সদস্যের কমিটি অনুমোদন করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় এই কমিটি নিয়ে বিতর্ক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশকিছু ছবি বিশ্লেষণ করে দেখা যায়, বর্তমান ছাত্রদলের কমিটিতে পদ পাওয়া রবিউল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতি ও তাদের কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তবে তার কোনো পদ ছিল না। সাধারণ সম্পাদক আসিবুল হক কখনো ছাত্রলীগ কিংবা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ছিলেন না। তবে ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর কলেজ ছাত্রলীগের কমিটিতে সাকিব আল-হাসান রাফি ছিলেন ছাত্রলীগের প্রচার সম্পাদক। ৬ মে প্রকাশিত ছাত্রদলের কলেজ কমিটিতেও প্রচার সম্পাদকের পদ পেয়েছেন তিনি।
কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাফসান আহম্মেদ রাকিব ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘মজার ব্যাপার হলো একজন ছোট ভাই ছাত্রলীগে যে পোস্টে ছিল, ছাত্রদলেও সেই পোস্টেই আছে—শুধু নামটা বদলেছে।’
Parisreports / Parisreports
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান
বিএনপির এক নেতার চাঁদাবাজির টাকাই গণভোট আয়োজন সম্ভব
৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল
রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নয়
বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন
নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম
আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার
জুলাই সনদে আমরা স্বাক্ষর করব, ভিন্নমতের কথাও উল্লেখ থাকবে
খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে