চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশ
নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (৩ মে) সকাল ৯টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হাজারও মানুষের উপস্থিতিতে এ সমাবেশ শুরু হয়। চলবে দুপুর একটা পর্যন্ত।
এদিকে হেফাজতে ইসলামের মহাসমাবেশে যোগ দিতে ভোর থেকেই টিএসসি রাজু ভাস্কর্যের সামনে জড়ো হতে থাকেন সারা বাংলাদেশের দূর-দূরান্ত থেকে আসা সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ সফল করার উদ্দেশে আসা এসব মানুষদের দাবি- নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল করে সরকার যাতে ২০১৩ সালের শাপলা চত্ত্বরে হত্যাকাণ্ডের জড়িতদের বিচার করে।
অন্য সব গণহত্যার বিচারসহ তাদের চাওয়া- যতো দ্রুত সম্ভব ফ্যাসিবাদের আমলে দায়ের করা সব মিথ্যা মামলা যেন প্রত্যাহার করে নেয় অন্তর্বতী সরকার। তারা জানান, অন্তর্বর্তী সরকার তাদের দাবি না মেনে ব্যবস্থা না নিলে তাদের পরিনতিও স্বৈরাচার সরকারের মতো হবে।
সকাল থেকে ছোট ছোট মিছিল নিয়ে তারা সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করতে থাকেন। তাদের বেশিরভাগ কর্মীদের হাতেই ছিলো ফিলিস্তিনের পতাকা। ফিলিস্তিন এবং ভারতে মুসলিম গণহত্যা ও নীপিড়ন বন্ধের পাশাপাশি তাদের চাওয়া সংবিধানের বহুত্ববাদের প্রস্তাব বাতিল। এদিকে সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীও ভোর থেকেই নিরাপত্তা জোরদার করেছে।
সমাবেশ শুরুর পর নেতারা বক্তব্য দিচ্ছেন। তারা নারীবিষয়ক সংস্কার কমিশনের কুরআন-সুন্নাহবিরোধী প্রতিবেদনসহ কমিশন বাতিল, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল, আওয়ামী ফ্যাসিবাদের আমলে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার, ২০১৩ সালের পাঁচ মে শাপলা চত্বরে সংঘটিত গণহত্যাসহ সব হত্যার বিচার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা ও নিপীড়ন বন্ধের চার দফা দাবি জানিয়েছেন।
Parisreports / Parisreports
চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন : তারেক রহমান
বিএনপির এক নেতার চাঁদাবাজির টাকাই গণভোট আয়োজন সম্ভব
৭১ আমাদের জন্মের ঠিকানা : মির্জা ফখরুল
রাজনৈতিক সংকটের জন্য দায়ী অন্তর্বর্তী সরকার : মির্জা ফখরুল
জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নয়
বিশ্বে টিকে থাকতে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি
তারেক রহমান নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন
নির্বাচন কমিশনের পুনর্গঠন প্রয়োজন : নাহিদ ইসলাম
আ.লীগ ও অঙ্গসংগঠনের আরও ৮ নেতাকর্মী গ্রেফতার
জুলাই সনদে আমরা স্বাক্ষর করব, ভিন্নমতের কথাও উল্লেখ থাকবে
খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হবে