ছুটির দিনে বইমেলায় উপচে পড়া ভিড়

যতই দিন যাচ্ছে অমর একুশে বইমেলায় পাঠক-দর্শনার্থীদের ভিড় ততই বাড়ছে। শনিবার ছুটির দিন হওয়ায় মেলা প্রাঙ্গণে পাঠক-ক্রেতা-দর্শনার্থী এবং লেখক-প্রকাশকের উপচে পড়া ভিড় ছিল। বেলা ৩টা থেকে প্রবেশ মুখে দীর্ঘ লাইন দেখা গেছে। বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির আশপাশের এলাকায় প্রচণ্ড ভিড় দেখা গেছে।
শুক্রবার ফাল্গুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস উপলক্ষ্যে পাঠক-দর্শনার্থীদের পদচারণায় মেলা কানায়-কানায় পূর্ণ ছিল। এদিন ফাগুনের ছোঁয়ায় হলুদ, বেগুনি, লাল-নীল শাড়ি পরে তরুণীরা ও হরেক রঙের পাঞ্জাবিতে সেজে মেলায় এসেছিলেন ছেলেরা। নারীদের মাথায় ছিল ফুল। শনিবারও ফাগুনের এমন আমেজ দেখা গেছে প্রাণের মেলায়। ক্রেতার উপস্থিতির সঙ্গে বিক্রিও খুব ভালো বলে জানালেন বিক্রেতারা।
অন্যপ্রকাশের এক বিক্রয়কর্মী জানান, মেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পাঠকের ভিড় ছিল বেশ। পাশাপাশি বই বিক্রিও ভালো হয়েছে। কাকলী প্রকাশনীর সামনে পাঠকের ভিড় দেখা গেছে বেশি। জানতে চাইলে বিক্রয়কর্মীরা জানান, কয়েক দিন ধরে প্রকৃত পাঠকরা আসছেন। তাই তারা পছন্দ করে বই কিনছেন। উপন্যাস ধরনের বই বেশি বিক্রি হচ্ছে। পাঞ্জেরী পাবলিকেশনের সামনেও ভিড় দেখা গেছে। সেখানে ধানমন্ডি থেকে আসা একটি পরিবারকে ছেলেমেয়েদের জন্য বেসিক আলী ও সুপার হিরু বই কিনতে দেখা গেছে। মেলায় ইসলামি বই বিক্রি হয় এমন স্টলগুলোতে ভিড় দেখা গেছে। রুহামা পাবলিকেশনে ইসলামি বই কিনতে পাঠকের ভিড় ছিল বেশি। মেলায় শনিবার নতুন বই এসেছে ১৭৫টি।
বিকাল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘জীবন ও কর্ম : সৈয়দ আলী আহসান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন মুহম্মদ আবদুল বাতেন। আলোচনায় অংশগ্রহণ করেন তারেক রেজা ও মহিবুর রহিম। সভাপতিত্ব করেন যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
প্রাবন্ধিক বলেন, কবি, মনীষী সৈয়দ আলী আহসান আমাদের দেশ, জাতি ও ভাষার একজন সেরা পণ্ডিত ব্যক্তিত্ব। তিনি একই সঙ্গে কবি ও বুদ্ধিজীবী হিসেবে দেশ ও দেশের বাইরে আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মান অর্জন করেছেন। জ্ঞানের বিভিন্ন শাখায় তার বিচরণ ছিল অবাধ। শিক্ষাবিদ, গবেষক, সাহিত্য ও শিল্প সমালোচক হিসেবে অসামান্য অবদান রেখেছেন। আধুনিক বাংলা কবিতায় ভাষা ও ভাবের স্বাতন্ত্র্য সৃষ্টিতে সৈয়দ আলী আহসান পথিকৃতের ভ‚মিকা পালন করেছেন। বিশ্ব সাহিত্যের সঙ্গে বাংলা সাহিত্যের সংযোগকে পরিপূর্ণতা দিয়েছিলেন সৈয়দ আলী আহসান।
Parisreports / Parisreports

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ১৯, আহত বহু

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

গোপালগঞ্জে নিহত ৩ জনের লাশ উত্তোলনের নির্দেশ আদালতের

সরকারি চাকরিতে কোটার কোনো বিষয় নেই

পল্লবীতে বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১৯ অঞ্চলে ঝড়ের আভাস

বেঁচে যাওয়া টাকা ফেরত পাবেন ৪৯৭৮ হাজি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু হচ্ছে চিরুনি অভিযান

মিটফোর্ডে ব্যবসায়ীকে হত্যার ঘটনায় আরও এক আসামি গ্রেফতার

মেট্রোরেলের পিলারে ফুটে উঠবে শেখ হাসিনার শাসনামল

হাসিনাকন্যা পুতুল বাধ্যতামূলক ছুটিতে

সভা-সমাবেশ নিষিদ্ধে ফের ডিএমপির গণবিজ্ঞপ্তি
