হাসিনা দেশ ছেড়ে পালালেও দুষ্টমি ছাড়েননি: ফখরুল

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও এখনো দুষ্টমি ছাড়েননি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার যে দুষ্টামি, মানুষকে ক্ষতি করা তা তিনি ছাড়েননি। দিল্লিতে বসে দলীয় কর্মীদের তিনি বলছেন: তোমরা তৈরি হও টুপ করে চলে আসব।
বিএনপি মহাসচিব বলেন, পদ্মা সেতু থেকে বেগম জিয়াকে টুপ করে ফেলে দিতে চেয়েছিল, ঠিক সেভাবে টুপ করে চলে আসতে চান শেখ হাসিনা। একটা কথা মনে রাখতে হবে তাকে, মানুষ ভুলবে না।
মির্জা ফখরুল বলেন, ‘কেমন মহিলা (হাসিনা), তার মধ্যে কোনো অনুশোচনা নেই, এতগুলো মানুষ হত্যা করল। কতটা ভয়াবহভাবে তিনি জাতির ওপর চেপে বসেছিলেন।’
দেশ হাসিনামুক্ত হলেও গণতন্ত্র ফেরেনি মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, দেশ হাসিনামুক্ত হয়েছে কিন্তু গণতন্ত্র ফেরেনি। শেখ হাসিনা যে জঞ্জাল তৈরি করেছে তা সংস্কার করে নির্বাচন দেবে অন্তর্বর্তী সরকার, জনগণের তাই প্রত্যাশা, জনগণ যাকে খুশি তাকে নির্বাচিত করবে।
অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকার অনুরোধ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ড. ইউনূসের সরকারকে নির্বাচন দিতে হবে, যেন জনগণ তার অধিকার ফিরে পেতে পারে। নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীন। সরকার নিরপেক্ষ থাকবে বলেই প্রত্যাশা করি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিত্যপণ্যের দাম বেড়ে গেছে, বিদ্যুতের দাম বেড়েছে, এর জন্য শুধু ব্যবসায়ীরা দায়ী তা না, বিগত সরকারের দুর্নীতিও দায়ী।
বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন করেছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল (শুক্রবার) যৌথবাহিনীর হাতে নির্যাতনে যুবদল নেতার মৃত্যু হয়েছে। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, বিএনপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেখতে চায় না। বিএনপি বাংলাদেশে আইনের শাসন, ন্যায়বিচার দেখতে চায়।
Parisreports / Parisreports

বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেয়া যাবে না

কুমিল্লায় ৩ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এহসান মাহমুদ ইস্যুতে ‘বিব্রত’ বিএনপি!

দেশে গণতন্ত্র ফেরাতে সহযোগিতা করবে চীন: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর পদে ১০ বছর সময়ে শর্তসাপেক্ষে একমত বিএনপি

সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম গ্রেপ্তার

মারা গেছেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টু

হান্নান মাসউদের মোটরসাইকেল বহরে হামলা, আহত ১

জুলাইয়ের আহতদের দেখতে হাসপাতালে ইশরাক হোসেন

ফিরোজায় কাটবে খালেদা জিয়ার ঈদ

চলতি মাসেই নিবন্ধনের জন্য আবেদন করবে এনসিপি

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
