ট্রাম্পের আদেশ সাময়িকভাবে আটকে দিলেন বিচারক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্ডার অনুযায়ী শতশত বিলিয়ন ডলারের ফেডারেল মঞ্জুরি ও ঋণ আটকে দেওয়ার আদেশ কার্যকর হওয়ার আগে, দেশটির এক বিচারক সেটি সাময়িকভাবে স্থগিত করেছেন। বিচারক লরেন আলি খান আগামী সোমবার পর্যন্ত এই স্থগিতাদেশ দিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়েছিল, হোয়াইট হাউজ ইতোমধ্যেই অনুমোদন হওয়া তহবিল আটকে রেখে আইন লঙ্ঘন করেছে। এর পরিপ্রেক্ষিতে আদালত প্রেসিডেন্টের আদেশ কার্যকর হওয়ার কয়েক ঘণ্টা আগে এই স্থগিতাদেশ দেন।
ফেডারেল আর্থিক সহায়তা ও অন্যান্য সম্পর্কিত কার্যক্রমের বিতরণ আটকে রাখার জন্য হোয়াইট হাউজের বাজেট অফিসের প্রধান সংশ্লিষ্ট সংস্থাগুলিকে নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপ নতুন প্রশাসনের পর্যালোচনার জন্য নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিয়াভিট বলেন, সরকার 'ট্যাক্স ডলারের সঠিক রক্ষণাবেক্ষণ' করতে এই পদক্ষেপ নিয়েছে। তবে এটি অনেকের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং ক্ষোভের সৃষ্টি করেছে, বিশেষ করে যারা মঞ্জুরি ও ঋণ পান, তাদের মধ্যে।
বিচারক আলি খান মঙ্গলবার একটি স্থিতাবস্থা (স্টে) আদেশ দেন, যার শুনানি আগামী সোমবার হবে। ট্রাম্পের আদেশের ফলে ফেডারেল সরকারের বিভিন্ন কর্মসূচি, যেমন দুর্যোগ সহায়তা ও ক্যান্সার গবেষণা, প্রভাবিত হতে পারে।
ন্যাশনাল কাউন্সিল অফ ননপ্রফিটস-এর প্রেসিডেন্ট ডিয়ানে ইয়েনটেল এই আদালতের আদেশে উল্লাস প্রকাশ করেছেন, জানান যে, আদালত ট্রাম্পের আদেশ আটকে দিয়েছেন। তারা দাবি করেছেন, এই আদেশ কোন আইনি ভিত্তি ছাড়া এবং যুক্তিহীনভাবে নেওয়া হয়েছে।
ডেমোক্র্যাটিক রাজ্যগুলোর একটি কোয়ালিশনও একই বিষয়ে মামলা করেছে, তাদের মতে, ট্রাম্পের আদেশ অসাংবিধানিক।
এদিকে, হোয়াইট হাউজের ডেপুটি চীফ অফ স্টাফ স্টেফেন মিলার জানিয়েছেন, প্রেসিডেন্টের পদক্ষেপের মাধ্যমে সরকারের "ক্রেডিট কন্ট্রোল" করা সম্ভব হবে এবং তার মতে ফেডারেল কোন কর্মসূচির ওপর এর প্রভাব পড়বে না।
হোয়াইট হাউজ পরে জানিয়েছে যে, এই আদেশের ফলে সামাজিক নিরাপত্তা বা স্বাস্থ্য বিমা কর্মসূচির ওপর কোনো প্রভাব পড়বে না এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে।
এদিকে, সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার মন্তব্য করেছেন যে, এই পদক্ষেপ নৈরাজ্য সৃষ্টি করবে। সূত্র: বিবিসি
Parisreports / Parisreports

ভারতের বিহারে ভয়াবহ বজ্রপাতে ১৯ জনের মৃত্যু

ইরাকে শপিং মলে আগুনে প্রাণহানি বেড়ে ৬০

ভিক্ষুকদের নিয়ে মন্তব্য করে মন্ত্রিত্ব হারালেন কিউবার শ্রমমন্ত্রী

সিরিয়ার সেনা সদরদপ্তরে ইসরায়েলের ভয়াবহ হামলা

মারা গেছেন নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি

লন্ডনে উড়োজাহাজ বিধ্বস্ত, বিমানবন্দর বন্ধ

হাসপাতালে মাহাথির মোহাম্মদ

দিল্লিতে আবাসিক ভবন ধস

সৌদিতে ১৭ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার

ভারতের পশ্চিমবঙ্গে পাবনা আ. লীগের নেতা গ্রেফতার

বাংলাদেশিদের জন্য ‘গোল্ডেন ভিসা’ আরও সহজ করল আমিরাত

পুতিনের বরখাস্তের পর আত্মহত্যা রাশিয়ার পরিবহনমন্ত্রীর
