কানাডায় যেতে চাওয়া শিক্ষার্থীদের জন্য আবারও দুঃসংবাদ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের কানাডায় প্রবেশের ক্ষেত্রে আবারও লাগাম টানতে যাচ্ছে দেশটির সরকার। দ্বিতীয় বছরের মতো ২০২৫ সালেও আন্তর্জাতিক শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে আনতে চায় কানাডা। আবাসন, স্বাস্থ্যসেবা সহ অন্যান্য সমস্যার কারণে দেশটির সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। খবর রয়টার্স
এ বছর ৪ লাখ ৩৭ হাজার শিক্ষার্থীকে নিজ দেশে প্রবেশের অনুমতি দিবে কানাডা। যা ২০২৪ সালের সংখ্যার চেয়ে ১০ শতাংশ কম। শুক্রবার (২৪ জানুয়ারি) দেশটির অভিবাসন মন্ত্রণালয় এক বিবৃতিতে এতথ্য জানিয়েছে।
গত কয়েক বছর ধরে কানাডায় বিশ্বের বিভিন্ন দেশ থেকে বহু মানুষ পাড়ি জমিয়েছেন। এর ফলে দেশটিতে ব্যাপক আবাসন সংকট তৈরি হয়েছে। ফলে আবাসন সংকট দূর করতে ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের স্টাডি পারমিটের সংখ্যা হ্রাস করে।
পদত্যাগের ঘোষণা অনুযায়ী আগামী মার্চে প্রধানমন্ত্রীর পদ ছাড়বেন জাস্টিন ট্রুডো। দেশটিতে অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। সম্প্রতি অনুষ্ঠিত বিভিন্ন জরিপে দেশটিতে নতুন করে আসা অভিবাসীদের প্রতি জনসমর্থন প্রচুর কমতে দেখা গেছে।
এর আগে, ২০২৩ সালে সাড়ে ৬ লাখের বেশি বিদেশি শিক্ষার্থীকে দেশটিতে পড়াশোনার অনুমতি দিয়েছিল কানাডা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ বিশ্বের উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের কাছে শীর্ষ পছন্দের দেশ কানাডা।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩ সালে কানাডায় সক্রিয় ভিসাধারী শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ লাখে পৌঁছায়। ১০ বছর আগে, ২০১২ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার।
Parisreports / Parisreports

ফের দেশসেরা নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুল

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার, বহিষ্কার ৪৩

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে বাধ্যতামূলক মাস্ক-স্যানিটাইজার

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

রাবিতে ছাত্রজোট ও শাহবাগবিরোধীদের সংঘর্ষ

আজ থেকে কর্মবিরতিতে প্রাথমিক শিক্ষকরা

স্কুল-কলেজের প্রাত্যহিক সমাবেশে নতুন শপথবাক্য

জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিল সরকার

কুয়েটের ভিসি, প্রো-ভিসিকে অব্যাহতির সিদ্ধান্ত

কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল-ও খুললো

প্রাইম এশিয়ার ছাত্র হত্যায় গ্রেফতার ৩

সারা দেশে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ
