চার দফা দাবিতে
ভোলায়ও চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি

চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারসহ ৪ দফা দাবিতে সারাদেশের মতো ভোলাতেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন নৌযান শ্রমিকরা। এতে বন্ধ রয়েছে ভোলায় আসা পণ্যবাহী জাহাজের পণ্য খালাস। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।
৪ দফা দাবির মধ্যে রয়েছে, নিহতের ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও হত্যার সঙ্গে অন্য কেউ জড়িত কিনা তা তদন্তপূর্বক তাদের শনাক্ত করে গ্রেপ্তার, নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ ও নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি ডাকাতি বন্ধ করতে হবে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে ভোলার মেঘনা নদী তীরবর্তী কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, মেঘনা নদী দিয়ে চলাচলকারী কয়েক শতাধিক লাইটারেজ জাহাজ মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়েছে। নতুন কোনো কোনো জাহাজ এ রুটে আসছেনা।
এছাড়া ভোলা জেলা শহরগামী বিভিন্ন পণ্য বোজাই বেশ কয়েকটি জাহাজ মোল্লাপট্রি ব্রিজের আশেপাশে খালে নোঙর করে রেখে পণ্য খালাস বন্ধ রেখেছেন নৌযানের শ্রমিকরা। পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
কর্মবিরতির বিষয়ে খুলনা,যশোর-নোয়াপাড়া থেকে পণ্যবোঝাই করে ভোলায় আসা জাহাজ এমভি-সামি'র শ্রমিক মো. হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমাদের নিরাপত্তা দরকার। চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে ৭ খুনের ঘটনায় আমরা চিন্তিত, সরকারের পক্ষ থেকে আমাদের নিরাপত্তা নিশ্চিতে এখনো কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। নদীতে সব সময় আমরা ডাকাত-সন্ত্রাসী হামলার ভয়ে থাকি। চাঁদপুরের ঘটনার ভয়ে গতকাল আমাদের জাহাজ থেকে দুইজন শ্রমিক চলে গেছে, অনেকে আর আসতে চায় না। সরকারের কাছে আমাদের নিজেদের জীবনের নিরাপত্তাও জাহাজের নিরাপত্তা চাই।
নারায়ণগঞ্জ থেকে চিনি, ময়দা ও তেল বোঝাই করে ভোলায় আসা এমভি আল-মদিনা জাহাজের শ্রমিক শাকিল ও সুমন ঢাকা পোস্টকে বলেন, সরকার আমাদের নিরাপত্তাসহ দাবি দাওয়া মেনে নিলে আমরা কাজে যোগ দেব, আমাদের আপত্তি নেই। সরকার এর আগে আমাদের কোনো দাবি মেনে নেয়নি, যার কারণেই কেন্দ্রীয় ঘোষণা অনুযায়ী লাগাতার কর্মবিরতি পালন শুরু করেছি।
Parisreports / Parisreports

থানায় এএসআইকে ছুরিকাঘাত করা সেই যুবকের লাশ মিলল পুকুরে

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৬

গোপালগঞ্জে কারফিউ ও ১৪৪ ধারা তুলে নেওয়া হলো

কারফিউ শিথিল, গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি

কুমিল্লা-সিলেট মহাসড়কে উল্টে গেল কাভার্ডভ্যান

সিদ্ধিরগঞ্জে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের ঘটনায় মামলা, আসামি ৪৭৫ জন

গোপালগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ২০

গোপালগঞ্জে সংঘর্ষে তিনজন নিহতের খবর

গোপালগঞ্জে কারফিউ জারি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ২

নোয়াখালীতে পানিবন্দি ৬৪ হাজার পরিবার
